ফার্মেসী ও গ্যাস সিলিন্ডারের দোকানে ভ্রাম্যমান আদালতের অভিযান
প্রকাশিত: ৩:৩০ অপরাহ্ণ ,৩ সেপ্টেম্বর, ২০২০ | আপডেট: ৫:৪৯ অপরাহ্ণ ,৪ সেপ্টেম্বর, ২০২০
স্টাফ রিপোর্টার।। ফামের্সীতে ঔষধের গায়ে মেয়াদ উত্তীর্ণর তারিখ লেখা না থাকায় এবং সেবা গ্রহীতার জীবন বা নিরাপত্তা বিপন্নকারী কার্যের অপরাধে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে মেসার্স রিজিয়া ড্রাগ হাউজ এর মালিক মোঃ জুয়েল আহম্মেদ (৪০) কে ২৫,০০০/- টাকা এবং রাজা টেলিকম গ্যাস সিলিন্ডারের দোকানের মালিক মোঃ হাবিব রাজা (৫১) কে ২,০০০/- টাকা সহ সর্বমোট ২৭,০০০/- টাকা জরিমানা করা হয়।
র্যাব-৮, সিপিসি-১ পটুয়াখালী ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ ইফতেখারুজ্জামান জনতার মেইল কে জানান- পটুয়াখালী র্যাব ক্যাম্প ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের যৌথ উদ্যোগে ৩ সেপ্টেম্বর-২০২০ বৃহস্পতিবার বেলা সারে ১১ ঘটিকার সময় পটুয়াখালী জেলার সদর উপজেলার বাস স্ট্যান্ড এবং হেতালিয়া বাধঘাট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
এ সময়, ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে পটুয়াখালী জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ সেলিম ভোক্তা অধিকার সংরক্ষন আইন ২০০৯ এর ৩৭/৫২ ধারা মোতাবেক অর্থদন্ড প্রদান করেন।