পটুয়াখালী র্যাব কর্তৃক কাশিপুর হতে ১ ভুয়া ডাক্তার গ্রেফতার
প্রকাশিত: ৫:৪৫ অপরাহ্ণ ,৩০ আগস্ট, ২০২০ | আপডেট: ১:৩৩ পূর্বাহ্ণ ,৩১ আগস্ট, ২০২০
স্টাফ রিপোর্টার।। চিকিৎসা শাস্ত্রে ডিগ্রী অর্জন না করা অপু কুমার ওরফে নয়ন (৩০) নামের একজন ভুয়া ডাক্তারকে আটক করেছে পটুয়াখালী র্যাব-৮।এ সময় তার কাছ থেকে ভিজিটিং কার্ড, চিকিৎসা ব্যবস্থাপত্রের প্যাড এবং সার্জারি করার উপকরণ উদ্ধার করা হয়।
৩০ আগষ্ট-২০২০ রবিবার বিকালে পটুয়াখালী জেলার বাউফল থানাধীন কাশিপুর বাজারে অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।
আটককৃত ভুয়া ডাক্তার- পটুয়াখালী জেলার বাউফল উপজেলার মহাশ্রাদ্দি গ্রামের মৃত অভিনাষ চন্দ্র শীলের ছেলে।
র্যাব জানায়, আকটকৃত অপু কুমার নয়ন (৩০) মানবিক বিভাগ থেকে মাস্টার্স পাস করেছে কিন্তু চিকিৎসা শাস্ত্রে কোন প্রকার পেশাদারী ডিগ্রী অর্জন না করেই নিজেকে বিশেষজ্ঞ ডাক্তার হিসেবে পরিচয় দিয়ে দীর্ঘ দিন যাবত বিভিন্ন ধরনের জটিল ও কঠিন রোগের চিকিৎসা করে থাকেন। সাধারণ রোগীদের সাথে প্রতারণা করে আসছেন। এমন সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে র্যাব-৮ এর একটি চৌকস আভিযানিক দল তাকে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত আসামী তার অপরাধ স্বীকার করে।
এ সময়, পটুয়াখালীর ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃ মোঃ মাজহারুল ইসলাম জনি আটককৃত অপু কুমার নয়ন (৩০) কে ভুয়া ডাক্তার হিসেবে মতামত দেন। আটককৃত ভুয়া ডাক্তারকে পটুয়াখালী জেলার বাউফল থানায় হস্তান্তর করা হয়। এ বিষয়ে ধৃত ভুয়া ডাক্তারের বিরুদ্ধে র্যাব সহযোগে একটি মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।