আজ : বুধবার, ৬ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২১শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

পটুয়াখালী র‌্যাব কর্তৃক কাশিপুর হতে ১ ভুয়া ডাক্তার গ্রেফতার


প্রতিবেদক
জনতার মেইল.ডটকম

প্রকাশিত: ৫:৪৫ অপরাহ্ণ ,৩০ আগস্ট, ২০২০ | আপডেট: ১:৩৩ পূর্বাহ্ণ ,৩১ আগস্ট, ২০২০
পটুয়াখালী র‌্যাব কর্তৃক কাশিপুর হতে ১ ভুয়া ডাক্তার গ্রেফতার

স্টাফ রিপোর্টার।।  চিকিৎসা শাস্ত্রে ডিগ্রী অর্জন না করা অপু কুমার ওরফে নয়ন (৩০) নামের একজন ভুয়া ডাক্তারকে আটক করেছে পটুয়াখালী র‌্যাব-৮।এ সময় তার কাছ থেকে ভিজিটিং কার্ড, চিকিৎসা ব্যবস্থাপত্রের প্যাড এবং সার্জারি করার উপকরণ উদ্ধার করা হয়।

৩০ আগষ্ট-২০২০ রবিবার বিকালে পটুয়াখালী জেলার বাউফল থানাধীন কাশিপুর বাজারে অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।

আটককৃত ভুয়া ডাক্তার- পটুয়াখালী জেলার বাউফল উপজেলার মহাশ্রাদ্দি গ্রামের মৃত অভিনাষ চন্দ্র শীলের ছেলে।

র‌্যাব জানায়, আকটকৃত অপু কুমার ৥ নয়ন (৩০) মানবিক বিভাগ থেকে মাস্টার্স পাস করেছে কিন্তু চিকিৎসা শাস্ত্রে কোন প্রকার পেশাদারী ডিগ্রী অর্জন না করেই নিজেকে বিশেষজ্ঞ ডাক্তার হিসেবে পরিচয় দিয়ে দীর্ঘ দিন যাবত বিভিন্ন ধরনের জটিল ও কঠিন রোগের চিকিৎসা করে থাকেন। সাধারণ রোগীদের সাথে প্রতারণা করে আসছেন। এমন সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে র‌্যাব-৮ এর একটি চৌকস আভিযানিক দল তাকে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত আসামী তার অপরাধ স্বীকার করে।

এ সময়, পটুয়াখালীর ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃ মোঃ মাজহারুল ইসলাম জনি আটককৃত অপু কুমার ৥ নয়ন (৩০) কে ভুয়া ডাক্তার হিসেবে মতামত দেন। আটককৃত ভুয়া ডাক্তারকে পটুয়াখালী জেলার বাউফল থানায় হস্তান্তর করা হয়। এ বিষয়ে ধৃত ভুয়া ডাক্তারের বিরুদ্ধে র‌্যাব সহযোগে একটি মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Comments

comments