আজ : রবিবার, ৩রা নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৮ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

মাপে কম দেওয়ায় রাজবাড়ীতে ‘কাজী ফিলিং স্টেশন’কে জরিমানা


প্রতিবেদক
জনতার মেইল.ডটকম

প্রকাশিত: ৫:৫০ অপরাহ্ণ ,১৮ আগস্ট, ২০২০ | আপডেট: ১:২২ পূর্বাহ্ণ ,২১ আগস্ট, ২০২০
মাপে কম দেওয়ায় রাজবাড়ীতে ‘কাজী ফিলিং স্টেশন’কে জরিমানা

স্টাফ রিপোর্টার।। তেল পরিমাপে কম দেওয়ার অভিযোগে কাজী ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

ফিলিং স্টেশনের মালিক কাজী ইরাদত আলী। তিনি রাজবাড়ী জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক।

১৭ আগষ্ট-২০২০ সোমবার দুপুরে রাজবাড়ী জেলা শহরের নতুন বাজার এলাকায় অবস্থিত ওই ফিলিং স্টেশনে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন- রাজবাড়ী জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আরিফুজ্জামান। এসময়, বিএসটিআই ফরিদপুর কার্যালয়ের পরিদর্শক আলেয়া খাতুন ও পুলিশ উপস্থিত ছিলন।

প্রত্যক্ষদর্শী ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আরিফুজ্জামান জানান- রাজবাড়ী শহরের নতুন বাজার এলাকায় দুপুরে অভিযান চালানো হয়, এসময় কাজী ফিলিং স্টেশনে প্রতি ৫ লিটার পেট্রোলে ১০০ মিলিলিটার ও প্রতি ৫ লিটার অকটেনে ১২০ মিলিলিটার কম দেওয়ার প্রমান পাওয়া যায়। এতে করে ওজন ও পরিমাপ মানদন্ড আইন ২০১৮ অনুযায়ি ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

Comments

comments