গোয়ালন্দে বন্যায় ক্ষতিগ্রস্ত দুইশত পরিবারের মধ্যে চাউল বিতরণ
প্রকাশিত: ৩:৪৯ অপরাহ্ণ ,১৭ আগস্ট, ২০২০ | আপডেট: ১০:৫১ অপরাহ্ণ ,১৯ আগস্ট, ২০২০
গোয়ালন্দ প্রতিনিধি।। রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় বন্যায় ক্ষতিগ্রস্থ দুইশত পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে গোয়ালন্দ উপজেলা বিএনপির নেতৃবৃন্দ।
১৭ আগষ্ট-২০২০ সোমবার সকালে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া মডেল হাই স্কুল মাঠ প্রাঙ্গনে প্রতিটি পরিবারের মাঝে ১০ কেজি করে চাউল বিতরণ করা হয়।
ত্রান বিতরণ অনুষ্ঠানে, রাজবাড়ী জেলা বিএনপি’র আহ্ববায়ক এ্যাড. লিয়াকত আলী বাবুর সভাপতিতত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বিএনপির বৃহত্তর ফরিদপুর অঞ্চলের সাংগঠনিক সম্পাদক- শামা ওবায়েদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির বৃহত্তর ফরিদপুর অঞ্চলের সহ-সাংগঠনিক সম্পাদক-মাশুকুর রহমান মাশুক, সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম। অনুষ্ঠান পরিচালনা করেন সদস্য সচিব অধ্যক্ষ মঞ্জুরুল আলম দুলাল।
এসময় আরো উপস্থিত ছিলেন, গোয়ালন্দ উপজেলা বিএনপির সাবেক সভাপতি সুলতানুর ইসলাম মুন্নু, সাবেক সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন শেখ, সাবেক সাধারন সম্পাদক শহিদুল ইসলাম বাবলু ও দৌলতদিয়া ইউনিয়ন বিএনপি’র সভাপতি মোহন মণ্ডলসহ বিএনপি’র অঙ্গসংগঠনের নেতা-কর্মিবৃন্দ।