সমীর কান্তি বিশ্বাস।। রাজবাড়ী জেলা আওয়ামী লীগের আয়োজনে দিয়ে বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে ১৫ই আগস্ট-২০২০ শনিবার সকাল সাড়ে ৭.টায় রাজবাড়ী জেলা আওয়ামীলীগ কার্যালয়ে দলিয় ও জাতীয় পতাকা উত্তোলন, কালো ব্যাজ ধারণ ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়। বিকালে শোক র্যালী আলোচনা সভা ও দোয়া’র মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
এসকল কর্মসূচীতে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলী, সহ-সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান ফকীর আব্দুল জব্বার, সহ-সভাপতি ও রাজবাড়ী পৌরসভার মেয়র মহম্মদ আলী চৌধুরী, সহ-সভাপতি আব্দুস সাত্তার, হেদায়েত আলী সোহরাব, যুগ্ম-সাধারণ সম্পাদক এ্যাড. মোঃ শফিকুল আজম মামুন, এ্যাড. রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক অসীম কুমার পাল, প্রচার ও প্রকাশনা সম্পাদক এ্যাড. মোঃ সফিকুল হোসেন সফিক, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ ওয়াহিদুজ্জামান ওহিদ, রাজবাড়ী পৌর আওয়ামী লীগের সভাপতি এ্যাড. মোঃ উজির আলী শেখ, সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম সফি সহ আওয়ামীলীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পরে, বিকেলে জেলা আওয়ামীলীগ কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি শোক র্যালী বেড় হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে র্যালীটি একই স্থানে এসে সমাপ্ত হয়। এরপর দলিয় কার্যালয়ের মঞ্চে আলোচনা সভা ও দোয়া’র মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন ২৮ কলোনী জামে মসজিদের ইমাম মাওলানা মোঃ সেলিম দেওয়ান।
প্রকাশক ও সম্পাদকঃ এস.এম. রিয়াজুল করিম
ফোনঃ০১৭৫১-৭৫৭৮৯২,০১৫৫৮-৫১৬৩৮২
কার্যালয়ঃ
পৌর নিউ মার্কেট, আই ভবন (২য় তলা, রুম নং-১২৫) ( জেলা স্কুলের সামনে), প্রধান সড়ক, রাজবাড়ী।