পটুয়াখালী র্যাব-৮ কতৃক বরগুনায় অস্ত্র, গুলিসহ শীর্ষ সন্ত্রাসী গ্রেফতার
প্রকাশিত: ১১:৪৭ পূর্বাহ্ণ ,৫ আগস্ট, ২০২০ | আপডেট: ১২:১৯ পূর্বাহ্ণ ,৬ আগস্ট, ২০২০
স্টাফ রিপোর্টার।। ধর্ষণ, মানব পাচার, অস্ত্র, ডাকাতি, দাঙ্গাবাজি ও চাঁদাবাজি সহ ডজন খানেক মামলার আসামী মোঃ আব্দুল ওরফে নাকবোচা হালিম ওরফে আলিম (৪৩) নামের এক শীর্ষ সন্ত্রাসীকে গ্রেফতার করেছে র্যাব-৮, সিপিসি-১, পটুয়াখালী ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল।
এ সময়, গ্রেফতারকৃত আসামীর স্বীকারোক্তিমতে তার বসত ঘর তল্লাশি করে ১ টি বিদেশী পিস্তল ও ২ রাউন্ড গুলি, ১ টি ওয়ান শুটার গান ও ২ রাউন্ড কার্তুজ এবং ২৫ পিচ ইয়াবা জব্দ করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে, ৪ আগষ্ট-২০২০ মঙ্গলবার রাতে বরগুনা জেলা সদরের জাকিরতবক এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে।
বিভিন্ন ছদ্দ নামের গ্রেফতারকৃত মোঃ আব্দুল @ নাকবোচা হালিম @ আলিম- বরগুনা জেলার সদর উপজেলার জাকিরতবক গ্রামের মোঃ আলতাব হোসেন চৌকিদারের ছেলে।
পটুয়াখালী র্যাব ক্যাম্প এক প্রেসবিজ্ঞপ্তিতে জানান যে, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদক, ধর্ষণ, মানব পাচার, অস্ত্র, ডাকাতি, দস্যুতা, দাঙ্গাবাজি, চাঁদাবাজি ও বিস্ফোরক দ্রব্য আইনে মামলা সহ ডজন খানেক মামলা রয়েছে।
গ্রেফতারকৃত শীর্ষ সন্ত্রাসী মোঃ আব্দুল @ নাক বোচা হালিম @ আলিম কে বরগুনার সদর থানায় হস্তান্তর করা হয়। এ ব্যাপারে র্যাব বাদী হয়ে অস্ত্র ও মাদক আইনে মামলা দায়ের করেছে।