পিরোজপুর সংবাদদাতা-জাহিদ হাসান। বাগেরহাট মোড়েলগঞ্জ হতে ৮৫০ পিস ইয়াবাসহ মোছাঃ রাহেলা বেগম (৫০) ও তার বোন তহমিনা বেগম (৫৫) কে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ।
পুলিশি জিজ্ঞাসাবাদ শেষে ৩ আগষ্ট-২০ সোমবার দুপুরে আটককৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।
এরআগে, রবিবার রাত পৌনে ১১.টায় মোড়েলগঞ্জ উপজেলার আলতী বুরুজবাড়ীয়া গ্রামের মহসিন খানের বাড়ীর সামনের রাস্তার উপর থেকে তাদেরকে আটক করা হয়। এসময় তাদের সহযোগি খালকুলিয়া গ্রামের করিম ডাকুয়া ও ধৃত তহমিনা বেগমের ছেলে জুলহাস ডাকুয়া (৩৩) পালিয়ে যায়।
আটককৃত মোছাঃ রাহেলা বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার আলতী বুরুজবাড়ীয়া গ্রামের মৃত আকলাছ হাওলাদারের স্ত্রী এবং তহমিনা বেগম খালকুলিয়া গ্রামের মৃত করিম ডাকুয়ার স্ত্রী, এবং তারা বুরুজবাড়ীয়া এলাকার নাগর ফকিরের মেয়ে।
৩ আগষ্ট-২০ সোমবার দুপুরে বাগেরহাট পুলিশ সুপারের কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার শাফিন মাহমুদ এসব তথ্য জানিয়েছেন।
আটকদের বিরুদ্ধে মামলা দায়েরপূর্বক আদালতে সোপর্দ করা হয়েছে।
প্রকাশক ও সম্পাদকঃ এস.এম. রিয়াজুল করিম
ফোনঃ০১৭৫১-৭৫৭৮৯২,০১৫৫৮-৫১৬৩৮২
কার্যালয়ঃ
পৌর নিউ মার্কেট, আই ভবন (২য় তলা, রুম নং-১২৫) ( জেলা স্কুলের সামনে), প্রধান সড়ক, রাজবাড়ী।