স্টাফ রিপোর্টার।। র্যাব-৮, সিপিসি-৩ মাদারীপুর ক্যাম্পের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মাদ তাজুল ইসলামের নেতৃত্বে ২০ জুলাই-২০২০ সোমবার সকাল ৯.টার দিকে শরীয়তপুর জেলার পালং ও জাজিরা থানার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে অজ্ঞান পাটির স্বক্রিয় ৪ সদস্যকে আটক করেছে এবং ছিনতাইকৃত ইজিবাইক ও মোবাইল ফোনটি উদ্ধার করেছে উক্ত র্যাব ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল।
আটককৃতরা হলো- মাদারীপুর জেলার রাজৈর উপজেলার কাজী কাঁঠাল বদরপাশা গ্রামের আদল উদ্দিন শেখের ছেলে মোঃ দিদার শেখ (৩৮), শরীয়তপুর জেলার পালং উপজেলার আমতলী গ্রামের মৃত কালাই বেপারীর ছেলে আবুল কালাম (৪৫), মনকোলা গ্রামের ফজলুর হক বেপারীর ছেলে মোঃ শহিদুল ইসলাম (৩২) ও নীল কান্দি গ্রামের মোবারক আলী মুন্সীর ছেলে মেহেদী হাসান সাইফুল (৩৭)।
মাদারীপুর র্যাব-৮ এক প্রেসবিজ্ঞপ্তিতে জনতার মেইলকে জানান- ঘটনার বিবরণে জানা যায় যে, গত ইং ১৫/০৭/২০২০ইং তারিখ সকাল আনুমানিক ১০.৩০ ঘটিকার সময় মাদারীপুর জেলার সদর থানাধীন রিফাত শেখ (১৯), পিতাঃ রিপন শেখ, সাং-চাপাতলী, থানাঃ সদর, জেলাঃ মাদারীপুর তার ইজিবাইক নিয়ে মোস্তফাপুর বাসস্ট্যান্ড ভাড়া টানার জন্য বের হয়। সেখান হতে অজ্ঞাত ৪/৫ জন লোক রিফাতের ইজিবাইকটি মাদারীপুর সদরের কাজিরটেক ফেরীঘাট যাবে বলে রির্জাব করে। যাওয়ার পথে মহিষের চর পাঁকা মসজিদের সামনে ইজিবাইক চালক রিফাতকে নাক চেপে ধরে মাজায় ইনজেকশনের সিরিঞ্জ দিয়ে পুশ করে হাত পা বেধে রাস্তার পাশে ফেলে দেয় এবং ভিকটিমের ইজিবাইক ও ব্যবহৃত মোবাইলটি নিয়ে যায়।
এ অভিযোগের ভিত্তিতে মাদারীপুর র্যাব-৮, অভিযান পরিচালনা করে অজ্ঞান পাটির স্বক্রিয় ওই ৪ সদস্যদের আটক করে এবং ইজিবাইক ও মোবাইল ফোনটি উদ্ধার করে।
আকটকৃত আসামীদেরকে মাদারীপুর সদর থানায় হস্তান্ত করা হয়। এ সংক্রান্তে ভিকটিম নিজেই বাদী হয়ে মাদারীপুর সদর থানায় একটি মামলা দায়ের করেন।
প্রকাশক ও সম্পাদকঃ এস.এম. রিয়াজুল করিম
ফোনঃ০১৭৫১-৭৫৭৮৯২,০১৫৫৮-৫১৬৩৮২
কার্যালয়ঃ
পৌর নিউ মার্কেট, আই ভবন (২য় তলা, রুম নং-১২৫) ( জেলা স্কুলের সামনে), প্রধান সড়ক, রাজবাড়ী।