আজ : বুধবার, ১১ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৭শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

নিষেধাজ্ঞা অমান্য করে দোকান খোলা রাখার অপরাধে পটুয়াখালীতে ৯ ব্যবসায়ীকে জরিমানা


প্রতিবেদক
জনতার মেইল.ডটকম

প্রকাশিত: ৩:০৫ অপরাহ্ণ ,২২ মে, ২০২০ | আপডেট: ৬:৪৪ অপরাহ্ণ ,২২ মে, ২০২০
নিষেধাজ্ঞা অমান্য করে দোকান খোলা রাখার অপরাধে পটুয়াখালীতে ৯ ব্যবসায়ীকে জরিমানা

স্টাফ রিপোর্টার।। পটুয়াখালী র‌্যাব-৮ ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে ২২ মে-২০২০ শুক্রবার সকাল ১১.টা হতে দুপুর ২.টা ঘটিকা পর্যন্ত পটুয়াখালী সদরের নিউ মার্কেট এবং পুরান বাজার এলাকায় অভিযান পরিচালনা করে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে দোকান খোলা রাখার অপরাধে ৯ জন ব্যবসায়ীকে ৪৯,৬০০/- টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

‌র‌্যাব-৮, সিপিসি-১ পটুয়াখালী ক্যাম্পের কোম্পানী অধিনায় অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রইছ উদ্দিন জানান- সংক্রামক রোগ প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মুল আইন, ২০১৮ এর ২৫(খ) ধারা মোতাবেক- মোঃ মোশারেফ হোসেন (২৮) কে ৫,০০০/- টাকা, মোঃ জাহিদুল ইসলাম (৩২) কে ২,০০০/- টাকা, মরিয়া আক্তার (৩০) কে ১,০০০/-টাকা, মোঃ অইয়ুব হোসেন (৩০) কে ৫,০০০/- টাকা, অনির বান মন্ডল  (২৮) কে ৬০০/- টাকা, মোঃ সাকিদ (৩২) কে ৫,০০০/- টাকা, মোঃ জাকির হোসেন (৩৮) কে ৫,০০০/- টাকা, মাহমুদুল হাওলাদার (৩০) কে ২০,০০০/- টাকা, মোঃ বাচ্চু (২৯) কে ৬,০০০/- টাকা সহ সর্বমোট ৪৯,৬০০/- টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মানশ চন্দ্র দাস।

এ সময়, পটুয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুনাল্ট চাকমা, মোঃ গোলাম সরওয়ার এবং জেলা স্যানেটারী ইন্সপেক্টর মোঃ মহিউদ্দিন আল মাসুদ উপস্থিত ছিলেন।

Comments

comments