আজ : বুধবার, ১১ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৭শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

রাজবাড়ীর পৌর মেয়র কন্যা ডা. তুলির উদ্যোগে খাদ্য সহায়তা প্রদান


প্রতিবেদক
জনতার মেইল.ডটকম

প্রকাশিত: ৩:৪৫ অপরাহ্ণ ,৩ মে, ২০২০ | আপডেট: ১২:০২ পূর্বাহ্ণ ,৪ মে, ২০২০
রাজবাড়ীর পৌর মেয়র কন্যা ডা. তুলির উদ্যোগে খাদ্য সহায়তা প্রদান

রাজবাড়ী প্রতিনিধি।। করোনা দূর্যোগে দেশের চলমান লকডাউন মেনে চলায় কর্মহীন হয়ে অভাব-অনটনের মধ্যে অর্ধাহারে দিন কাটাচ্ছে রাজবাড়ী জেলার মানুষ। দেশের ক্লান্তিলগ্নে এই দূর্যোগমূহুর্তে সুদূর অস্ট্রেলিয়া থেকে কর্মহীন অসহায় মানুষের প্রতি সহযোগীতার হাত বাড়িয়ে এগিয়ে এসেছেন অস্টেলিয়া প্রবাসী ডাঃ সাজেদা চৌধুরী তুলি।

অস্টেলিয়া প্রবাসী ডা. সাজেদা চৌধুরী তুলির পাঠানো অর্থে ৩ মে-২০২০ রবিবার  সকালে রাজবাড়ী জেলা শহরের প্রানকেন্দ্রে অবস্থিত শেরে বাংলা বালিকা উচ্চ বিদ্যালয়ের ৭০টি দরিদ্র শিক্ষার্থী পরিবারের  হাতে খাদ্য সহায়তা তুলে দেন ডা. সাজেদা চৌধুরী তুলির মা- সংরক্ষিত মহিলা আসনের সাবেক এমপি- জেলা মহিলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও শেরে বাংলা বালিকা উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি কামরুন নাহার চৌধুরী লাভলী।

প্রতিটি পরিবারের মাঝে- ১০কেজি চাল, ১কেজি ডাল, ১কেজি ছোলা, ১কেজি চিরা, ১কেজি চিনি, ১কেজি লবন ও ১টিসাবান বিতরণ করা হয়।

এ সময়, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রেজাউল করিম, বিদ্যালয় পরিচালনা কমিটির আজীবন সদস্য ডাঃ আব্দুর রহিম মোল্লা ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

খাদ্য সহায়তা প্রদান অনুষ্ঠানে ডা. সাজেদা চৌধুরী তুলির মা ও সাবেক এমপি কামরুন নাহার চৌধুরী লাভলী বলেন- দেশের এই ক্লান্তিলগ্নে নিজ জেলার মানুষের কষ্টের কথা ভেবে আমার বড় মেয়ে ডা. সাজেদা চৌধুরী তুলি অস্টেলিয়া থেকে এই খাদ্য সহায়তার হাত বাড়িয়েছে। আমার মেয়ের মতো এমনি করে অন্যন্য প্রবাসীদেরও এগিয়ে আশা প্রয়োজন।

শেরে বাংলা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রেজাউল করিম বলেন- ডাঃ সাজেদ চৌধুরী তুলির সহয়তায় ৭০ টি পরিবারকে খাদ্য সহায়তা প্রদান করা হয়। এমন মহতী উদ্যোগের জন্য ডাঃ সাজেদ চৌধুরী তুলিকে বিদ্যালয়ের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করেন ও ধন্যবাদ জানান প্রধান শিক্ষক।

উল্লেখ্য, অস্টেলিয়া প্রবাসী সাজেদা চৌধুরী তুলি রাজবাড়ী পৌরসভার মেয়র মহম্মদ আলী চৌধুরী ও সংরক্ষিত মহিলা আসনের সাবেক সংসদ সদস্য কামরুন নাহার চৌধুরী লাভলীর বড় মেয়ে। ডাঃ সাজেদা চৌধুরী তুলি অস্টেলিয়ার ফেডারেল গভমেন্ট এর চাকুরী করেন।

Comments

comments