রাজবাড়ী প্রতিনিধি।। করোনা ইস্যুতে রাজবাড়ীতে চলমান লকডাউনের মধ্যে জুতার দোকান খুলে জুতা বেঁচা-কেনার সময় নিউ আরিফিন সু হাউজের মালিক মোঃ আশরাফ আলীকে ২০ হাজার টাকা জরিমানা অথবা অনাদায়ে ৩ মাসের জেল দিয়েছেন ভ্রাম্যমান আদালত। এছাড়াও, রাজবাড়ীর বড় বাজারের বিভিন্নস্থানে অভিযান পরিচালনা করে আরো ৫ জনকে ১৫ হাজার ৮ শত টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হয়েছে।
এনডিসি মোঃ রফিকুল ইসলাম ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুল্লাহ’র নেতৃত্বে সেনাবাহিনী ও আনসার সদস্যদের একটি অভিযানিক দল ৩০শে এপ্রিল-২০২০ বৃহস্পতিবার দুপুর ২.টার দিকে রাজবাড়ীর বড় বাজারে ভ্রাম্যামান অভিযান চলাকালে এনডিসি মোঃ রফিকুল ইসলাম এ রায় দেন।
এ বিষয়ে তিনি জনতার মেইল.কম- কে বলেন, জেলা প্রশাসকের নির্দেশনা অনুযায়ী রাজবাড়ীতে লকডাউন চলছে। আর এই সময়ে রাজবাড়ী বাজারের নিউ আরিফিন সু হাউস দোকানের ভেতরে ক্রেতার কাছে জুতা বিক্রির দায়ে দোকান মালিক মোঃ আশরাফ আলীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার টাকা না দিলে ৩ মাসের জেল দেয়া হবে।
তিনি আরো বলেন- রাজবাড়ী বাজারের খাদ্য সামগ্রী ও ওষুধের দোকান ব্যাতীত সকল ধরনের দোকান বন্ধের নির্দেশনা দেওয়া আছে। কিন্তু কিছু ব্যবসায়ী লকডাউন না মেনে দোকান খোলা রাখছে এবং লোক সমাগম করে করোনা ভাইরাসের বিস্তৃতি ঘটাচ্ছে। সেটা ঠেকাতেই তারা মোবাইল কোর্ট পরিচালনা করছেন এবং জনস্বার্থে তা অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
এ সময়, রাজবাড়ীর বড় বাজারের বিভিন্নস্থানে অভিযান পরিচালনা করত একাধিক ব্যক্তি ও দোকান মালিককে সরকারি নির্দেশনা মেনে চলতে সতর্কতা অবলম্বনের জন্য নির্দেশনা প্রদান করতে দেখা গেছে।
প্রকাশক ও সম্পাদকঃ এস.এম. রিয়াজুল করিম
ফোনঃ০১৭৫১-৭৫৭৮৯২,০১৫৫৮-৫১৬৩৮২
কার্যালয়ঃ
পৌর নিউ মার্কেট, আই ভবন (২য় তলা, রুম নং-১২৫) ( জেলা স্কুলের সামনে), প্রধান সড়ক, রাজবাড়ী।