আজ : শনিবার, ৫ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২০শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

করোনা দুর্যোগে বেকার হচ্ছে কর্মমূখী মানুষ, ত্রানের আশায় ছুটছে দিকবিদিক


প্রতিবেদক
জনতার মেইল.ডটকম

প্রকাশিত: ৩:০৪ অপরাহ্ণ ,২৯ এপ্রিল, ২০২০ | আপডেট: ১১:১৩ অপরাহ্ণ ,২৯ এপ্রিল, ২০২০
করোনা দুর্যোগে বেকার হচ্ছে কর্মমূখী মানুষ, ত্রানের আশায় ছুটছে দিকবিদিক

সমীর কান্তী বিশ্বাস।। করোনা দুর্যোগে বেকার হয়ে পড়েছে কর্মমূখী মানুষ। ত্রানের আশায় ক্ষুধার্ত মানুষ ছুটছে দিকবেদিক। কবে হবে করোনা প্রতিষেধক আবিষ্কার, কবে শেষ হবে লকডাউন, আর কবে-ই-বা মানুষ কর্মস্থলে ফিরবে? না-কি মৃত্যুর মতো অবশেষে করোনাকে সাথে রেখেই ফিরতে হবে স্বাভাবিক জীবনে ? হতাসগ্রস্থ জনমনে এমন প্রশ্ন থেকে যায়!

সারাদেশের ন্যায় রাজবাড়ীর জেলার ৫টা উপজেলার নিম্ন মধ্যোবৃত্তের মধ্যে কর্মমূখী বিভিন্ন শ্রেনী পেশার মানুষ করোনার দূর্যোগের স্বীকার হয়ে কর্মহীন হয়ে ঘরের মধ্যে গৃহবন্দি হয়ে দিনাতিপাত করছে। সরকারি ত্রান সামগ্রী কিছু মানুষের মধ্যে বিতরণ করা হচ্ছে, প্রয়োজনের তুলনায় একবারেই নগন্য হওয়ায় তা দিয়ে প্রয়োজন মিটছে না অনেকের-ই। আবার চাহিদা মেটাবার জন্য কর্মেও বেরোতে পারছেনা মানুষ।

অপরদিকে, সরকার ইতিমধ্যে সাধারণ মানুষের মধ্যে সল্পমূল্যে টিসিবি থেকে সঠিক মূল্যে নিত্য-পন্য বিক্রয় করছে, সেটাও অনেকর ভাগ্যে জুটছে না। দীর্ঘ এক মাস রাজবাড়ী জেলার পাঁচটা উপজেলার হাট বাজারের ব্যবসা প্রতিষ্ঠান গুলো অধিকাংশ সময় বন্ধ থাকার কারনে অর্থনৈতিক চাপের মূখে পড়েছে ব্যবসা প্রতিষ্ঠানের মালিকেরা। শিক্ষা প্রতিষ্ঠান গুলো বন্ধ থাকার কারনে বেকারত্ব জীবন কাটাচ্ছে পুস্তক সমিতির লোকজনেরা। খাবারের দোকানগুলো বন্ধ থাকার কারনে মালিক শ্রমিকেরা বেকার হয়ে পরেছে। এই করোনা দুর্যোগে কর্মহীন ও অসহায় দরিদ্রতের প্রতি সহযোগীর হাত বাড়ানোর দরকার ছিল সমাজের বৃত্তবানদের, কিন্তু তারা সাহায্যের হাত-ও বারাচ্ছেনা। আবার সরকারও সবাইবে সাহায্য দিতে পারছেনা। যার কারনে দিন দিন হতাশাগ্রস্থ হয়ে পরেছে সাধারন মানুষ।

Comments

comments