রাজবাড়ীতে মূল্য কারসাজির দায়ে কল্লোল দত্ত স্টোর কে জরিমানা
প্রকাশিত: ৫:০৬ অপরাহ্ণ ,২৫ এপ্রিল, ২০২০ | আপডেট: ১২:০৮ পূর্বাহ্ণ ,২৬ এপ্রিল, ২০২০
উজ্জ্বল চক্রবর্ত্তী।। আপেল সিডার ভিনেগারের মূল্যে কারসাজি করার দায়ে রাজবাড়ী বাজারের কল্লোল দত্ত স্টোরকে ৫ হাজার টাকা জরিমানা করেছে রাজবাড়ী ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর। ২৫শে এপ্রিল-২০২০ শনিবার সকালে মনিটরিংয়ের লক্ষ্যে রাজবাড়ী জেলা শহরের বড় বাজারে অভিযান পরিচালিত হয়।
রাজবাড়ী জেলা প্রশাসনের সহায়তায় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের সহকারি পরিচালক শরীফুল ইসলামের নেতৃত্বে অভিযানে অংশগ্রহন করেন জেলা সিভিল সার্জন অফিসের স্যানিটারি অফিসার ও পুলিশ সদস্যরা।
রাজবাড়ী ভোক্তা সংরক্ষণ অধিদফতরের সহকারি পরিচালক শরিফুল ইসলাম জনতার মেইলকে জানান- রাজবাড়ী বাজারে মুদি দোকানে অভিযান পরিচালনা করে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য, মজুদ ও সরবরাহ বিষয়ে বিভিন্ন কাঁচা ও মুদি দোকানে যাচাই বাছাই করা হয়। এ সময় আপেল সিডার ভিনেগারের মূল্যে কারসাজি করার দায়ে কল্লোল দত্ত স্টোরকে ৩৭ ধারায় ৫ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। তিনি আরোও বলেন- বাজারে কোন পণ্যের সংকট নেই, তাছাড়াও অন্যান্য দ্রব্যের মজুদ ও সরবরাহ স্বাভাবিক থাকা সত্ত্বেও কিছু পন্যের মুল্য উর্ধমুখী । রমজান মাস উপলক্ষে বাজারে কোন পণ্যের দাম বৃদ্ধি না করার নির্দেশনা দেওয়া হয়েছে এবং পণ্যের মূল্য তালিকা অনুযায়ী বিক্রি করার জন্য বলা হয়েছে ।
এ সময় টিসিবির একটি ট্রাকসেল পরিদর্শন করা হয় এবং ন্যায্যমুল্যে উপস্থিত জনতার মধ্যে ভোজ্য তেল, চিনি, ছোলা, মশুর ডাল বিক্রি করা হয়। ব্যবসায়ীদের সামাজিক দূরত্ব বজায় রেখে বিক্রি করার জন্য পরামর্শ দেওয়া হয়।