সাংবাদিকদের প্রণোদনার জন্য ডিসির কাছে দেয়া চিঠি ফিরিয়ে নিল প্রেসকাউন্সিল
প্রকাশিত: ৬:৪০ অপরাহ্ণ ,২৩ এপ্রিল, ২০২০ | আপডেট: ১১:৫৭ অপরাহ্ণ ,২৪ এপ্রিল, ২০২০
জনতার মেইল ডেস্ক।। মহামারীর করোনাভাইরাসের দুর্যোগের সময় জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মীদের প্রণোদনা দিতে জেলা প্রশাসকদের (ডিসি) কাছে চিঠি দিয়ে তা আবার ২ দিনের মাথায় প্রত্যাহার করে নিয়েছে বাংলাদেশ প্রেস কাউন্সিল।
২১ এপ্রিল-২০২০ মঙ্গলবার প্রেস কাউন্সিলের ওয়েবসাইটে কাউন্সিলের সচিব (যুগ্মসচিব) মো. শাহ আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, “১৯ এপ্রিলের (প্রণোদনা সংক্রান্ত) পত্রটি অনিবার্য কারণে প্রত্যাহার করা হল। এ বিষয়ে পরবর্তী নির্দেশনা মন্ত্রণালয় থেকে জানানো হবে।”
১৯শে এপ্রিল রোববার ওই চিঠিতে স্থানীয় পর্যায়ের সংবাদকর্মীদের তালিকা করে প্রণোদনা দিতে জেলা প্রশাসকদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ করেছিল প্রেস কাউন্সিল।
চিঠিতে বলা হয়েছিল, সম্প্রতি “বিশ্বব্যাপী করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে উদ্ভূত পরিস্থিতিতে কিছু লোকজন অসহায় হয়ে পড়েছে। তাদের ঘরে খাবার পৌঁছে দিতে মাননীয় প্রধানমন্ত্রী প্রণোদনা প্যাকেজ তৈরি করতে নির্দেশনা দিয়েছেন।
সাংবাদিকদের বিষয়ে জেলা প্রশাসকদের বলা হয়, আপনি লক্ষ করবেন জেলা ও উপজেলা পর্যায়ে সাংবাদিক ও সংবাদ সংশ্লিষ্ট কর্মীগণ করোনাভাইরাসের ঝুঁকি নিয়ে জরুরি তথ্য জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করছে। তাই তাদের জন্যও প্রণোদনা প্রয়োজন।
এমতাবস্থায় আপনার জেলার প্রেস ক্লাব ও সাংবাদিক সংগঠনের নেতাদের সঙ্গে আলোচনা করে সাংবাদিক ও সংবাদ সংশ্লিষ্ট কর্মীদের তালিকা করে প্রণোদনা দিতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বিশেষভাবে অনুরোধ করা হয়েছিল চিঠিতে।
ওই চিঠি প্রত্যাহার করার কারণ সম্পর্কে প্রেস কাউন্সিলের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত বিচারপতি মোহাম্মদ মমতাজ উদ্দিন আহমেদ বলেন, “এটা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত, মন্ত্রণালয় থেকেই পরবর্তী সিদ্ধান্ত বা পদক্ষেপ জানানো হবে।”