আজ : রবিবার, ৩রা নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৮ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

রাজবাড়ীতে ১০ টাকা কেজি’র চাল বিক্রি অনিয়ম; ৩ জনের ৪৮ হাজার টাকা জড়িমানা


প্রতিবেদক
জনতার মেইল.ডটকম

প্রকাশিত: ১১:৩০ পূর্বাহ্ণ ,১৯ এপ্রিল, ২০২০ | আপডেট: ১:০১ পূর্বাহ্ণ ,২০ এপ্রিল, ২০২০
রাজবাড়ীতে ১০ টাকা কেজি’র চাল বিক্রি অনিয়ম; ৩ জনের ৪৮ হাজার টাকা জড়িমানা

রাজবাড়ী প্রতিনিধি।। রাজবাড়ীতে ১০ টাকা কেজি দরে ওএমএস এর চাল বিক্রির ডিলারসহ আরো দুইজনকে অনিয়মের অভিযোগে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
১৭ এপ্রিল-২০২০ শুক্রবার বিকাল সাড়ে ৫.টার দিকে রাজবাড়ী সদর উপজেলার দ্বাদশী ইউনিয়নের সিংগা বাজারে অভিযান চালিয়ে ডিলার সোহরাব মেম্বার, শহীদ দোকানদার ও ক্রেতা রিক্সাচালক ছলিমকে এ জরিমানা করা হয়।
রাজবাড়ী সদর সহকারী কমিশনার ভূমি আরিফুর রহমান সিংগা বাজারে গীয়ে দেখতে পান যে, ডিলার কার্ডধারীদের চাল বিক্রি না করে একজন রিক্সা চালকের কাছে চাল বিক্রি করেন, রিক্স চালক পরে সেই চাল আবার শহীদ দোকানদারের কাছে বেশি দামে বিক্রির দায়ে ৩ জনকে বিভিন্ন অংকে জরিমানা করনে।
১০ টাকা কেজি দরের চাল হাত বদল হয়ে শেষ পর্যন্ত ৩ শত টাকার চাল ১ হাজার টাকায় বিক্রির অভিযোগে দুর্যোগ ব্যবস্থাপনা আইনের ২০১২ এর ৩৯ ধারায় তাদের জরিমানা করা হয়। এসময় ডিলার সোহরাব মেম্বারকে ৩০ হাজার দোনদারকে ১৫ হাজার এবং ক্রেতা-বিক্রেতা রিক্সাচালককে ৩ হাজার টাকাসহ মোট ৪৮ হাজার টাকা জরিমানা করা হয়।

Comments

comments