রাজবাড়ী জেলা ওয়ার্কাস পাটির উদ্যোগে খাদ্য বিতরণ
জনতার মেইল.ডটকম
প্রকাশিত: ২:৩৯ অপরাহ্ণ ,১৮ এপ্রিল, ২০২০ | আপডেট: ৯:৪৯ অপরাহ্ণ ,১৯ এপ্রিল, ২০২০
প্রকাশিত: ২:৩৯ অপরাহ্ণ ,১৮ এপ্রিল, ২০২০ | আপডেট: ৯:৪৯ অপরাহ্ণ ,১৯ এপ্রিল, ২০২০
উজ্জ্বল চক্রবর্ত্তী।। করোনাভাইরাসের কারনে কর্মহীন রবিদাস সম্প্রদায়ের মাঝে রাজবাড়ী জেলা ওয়ার্কাস পাটির উদ্যোগে শতাধিক পরিবারকে খাদ্য সহায়তা দেওয়া হয়েছে। ১৮ এপ্রিল-২০২০ শনিবার দুপুরে শহরের ওয়াকার্স পাটির কার্যালয় থেকে প্যাকেটজাত খাদ্য বিতরণ করা হয়।
খাদ্য বিতরণ করেন রাজবাড়ী জেলা ওয়ার্কাস পাটির সভাপতি কমরেড জ্যোতি শংকর ঝন্টু। এ সময় উপস্থিত ছিলেন- সাধারন সম্পাদক রেজাউল করিম রেজা, রাজবাড়ী সদর থানা পুজা উদযাপন পরিষদের সভাপতি অরুন সরকার, জেলা জাসদের সভাপতি স্বপন কুমার দাস, পৌরসভা পুজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক বিপ্লব কুমার সাহা, জেলা ওয়ার্কাস পাটির সদস্য ডালিম কুমার সরকার, পৌর পুজা উদযাপন পরিষদের কোষাধ্যক্ষ তন্ময় কুমার দাস, গোলাম কাদের প্রমুখ।
এ সময়, কমরেড জ্যোতি শংকর ঝন্টু বলেন- আপদকালীন সময়ে এই সাহায্য কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান।