আজ : বুধবার, ১১ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৭শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

মধুখালীর বেলেস্বরে বাড়ী দখল; চাচার ভাড়াটিয়া সন্ত্রাসীদের হামলায় ২ ভাই আহত


প্রতিবেদক
জনতার মেইল.ডটকম

প্রকাশিত: ১১:৫৭ পূর্বাহ্ণ ,৮ এপ্রিল, ২০২০ | আপডেট: ১২:৫৮ পূর্বাহ্ণ ,৯ এপ্রিল, ২০২০
মধুখালীর বেলেস্বরে বাড়ী দখল; চাচার ভাড়াটিয়া সন্ত্রাসীদের হামলায় ২ ভাই আহত

মোঃ আলমাস আলী॥ জেলার মধুখালী উপজেলার বেলেস্বর বাজার সংলগ্ন বেলেস্বর গ্রামে বাড়ী দখলের অপচেষ্টার ঘটনাকে কেন্দ্র করে আপন ভাতিজাকে ভাড়াটিয়া সন্ত্রাসীদের দিয়ে পিটিয়ে গুরুত্বর জখম করা হয়েছে।

আহতদেরকে আশঙ্কাজনক অবস্থায় মধুখালী উপজেলা  হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গত ৫ এপ্রিল-২০২০ রবিবার বিকালে প্রতিপক্ষ মামন-মিজানের বাড়ীর সামনে দুই ভাইকে পিটিয়ে জখমের ঘটনা ঘটে।

আহত ২ভাই ফরিদপুর মধুখালী উপজেলার বেলস্বর বাজার সংলগ্ন এলাকার মৃত মানিক মৃধার ছেলে মামন ও মিজান।

এলাকাবাসীসূত্রেজানা যায়, মামন ও মিজানের পিতা মানিক মৃধা মারা যাওয়ার পর থেকেই তাদের আপন চাচা দুলাল মৃধা তাদের বাড়ীর জমিটি দখল করার চেষ্টা চালিয়ে আসছে।এই জমি-জমার  ঘটনাকে কেন্দ্র করে ঘটনারদিন বাড়ীর সামনে ভাড়াটিয়া সন্ত্রাসীদেরকে দিয়ে মামনের পরিবারের উপর পরিকল্পিত হামলা চালিয়ে পরিবারের সবাইকে আহত করে।এ হামলায় মামন ও মিজানসহ তার ছোটবোন গুরুত্বর ভাবে আহত হয়। আহত ব্যাক্তিরা মধুখালী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে জানা যায়।এ বিষয়ে মধুখালী থানা মামলা দায়ের হয়েছে বলে ক্ষতিগ্রস্ত পরিবার জানায়।

Comments

comments