ফলোআপঃ
সমির কান্তি বিশ্বাস।। রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের কুরশী গ্রামের মৃত মানিক মিয়ার ছেলে মুক্তিযোদ্ধার সার্টিফিকেট সংগ্রহ করে রেলওয়ে পুলিশের চাকুরী নেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
রেলওয়ে পুলিশের স্ত্রী সানজিদা আক্তার মিশুর অভিযোগের পরিপ্রেক্ষিতে জানা গেছে, যে রেলওয়ে পুলিশ ইব্রাহিম খলিল মিয়া ওরফে সোহেল এর পিতা মানিক মিয়া নিজ গ্রাম কুরশীতে মারা যাওয়ার পর পাশের গ্রাম দক্ষিন বাড়ীর মুক্তি যোদ্ধা আব্দুর রহমানের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয় সোহেলের মা খাদিজা বেগম ওরফে শেফালী।
বিবাহের কিছুদিনপর সড়ক দূর্ঘটনায় মুক্তিযোদ্ধা আব্দুর রহমান মারা যান। শেফালীর প্রথম পক্ষের ছেলে ইব্রাহিম খলিল সোহেল দ্বিতীয় পিতার মুক্তিযুদ্ধার সার্টিফিকেট দিয়ে নিজের নাম ও ১ম পিতার নাম গোপন রেখে ২য় পিতার পরিচয়ে রেলওয়ে পুলিশে চাকুরী নেয়।
সোহেলের স্ত্রী আরও অভিযোগ করে জানান মাঝে মধ্যে সে আমার কাছে যৌতুকের টাকা চাইতো আমি রাজি না হওয়ার কারনে মারপিট করতো। তথ্য ফাস হওয়ার পর মারপিট বাড়িয়ে দেয়।
এ ব্যাপারে সানজিদা আক্তার মিশু বাদী হয়ে ঢাকা সি,এম,এম আদালতে ২০১৮ সালের যৌতুক আইনে ৩ ধারায় একটি মামলা দায়ের করেছে। মামলা নং সিআর ৩৬৮/২০১৯। সেই মামলায় ইব্রাহিম খলিলের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি হয়েছে। ইব্রাহিম খলিল সোহেল এখন পলাতক রয়েছে।
প্রকাশক ও সম্পাদকঃ এস.এম. রিয়াজুল করিম
ফোনঃ০১৭৫১-৭৫৭৮৯২,০১৫৫৮-৫১৬৩৮২
কার্যালয়ঃ
পৌর নিউ মার্কেট, আই ভবন (২য় তলা, রুম নং-১২৫) ( জেলা স্কুলের সামনে), প্রধান সড়ক, রাজবাড়ী।