স্টাফ রিপোর্টার।। র্যাব-৮, সিপিসি-১, পটুয়াখালী ক্যাম্প ও বড়গুনা জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে ৪ এপ্রিল-২০২০ শনিবার দুপুরে বরগুনা জেলার বরগুনা সদর থানাধীন পৌরমার্কেট এলাকায় বধুয়া শাড়ি, বহুরুপী কসমেট্রিক্স ও মর্ডান আয়রন ষ্টোর নামক ৩ টি দোকানে অভিযান পরিচালনা করে অর্থদন্ড করেছে ভ্রাম্যমাণ আদালত।
সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে দোকান চালু রাখার অপরাধে- বড়গুনা জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেটমোঃ নিজাম উদ্দীন- প্রথম ২ দোকান মালিকের প্রত্যেককে ২ হাজার টাকা হারে সর্বমোট ৪ হাজার টাকা, এবং ৩য় দোকান মালিককে ৩ হাজার টাকা (সর্বমোট ৭ হাজার টাকা) অর্থদন্ড ধার্য করেন। সংক্রামক রোগ প্রতিরোধ, নিয়ন্ত্রন ও নির্মুল আইন, ২০১৮ এর ২৫ ধারা মোতাবেক এ দন্ড প্রদান করা হয়।
উল্লেখ্য, করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে জনসমাগম এড়ানো ও হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করার লক্ষ্যে সরকার নিত্য প্রয়োজনীয় দ্রব্য, মুদি দোকান ও ফার্মেসী ব্যাতিত অন্যান্য সকল দোকান পাট বন্ধ রাখার জন্য নির্দেশনা প্রদান করলেও কিছু কিছু অসাধু ব্যাবসায়ী এই নিষেধাজ্ঞা অমান্য করে চলছে বিধায় এই অভিযান পরিচালনা করা হয় বলে জানিয়েছেন পটুয়াখালী ক্যাম্পের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ জনাব মোঃ রইছ উদ্দিন।
প্রকাশক ও সম্পাদকঃ এস.এম. রিয়াজুল করিম
ফোনঃ০১৭৫১-৭৫৭৮৯২,০১৫৫৮-৫১৬৩৮২
কার্যালয়ঃ
পৌর নিউ মার্কেট, আই ভবন (২য় তলা, রুম নং-১২৫) ( জেলা স্কুলের সামনে), প্রধান সড়ক, রাজবাড়ী।