আজ : বুধবার, ১১ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৭শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

করোনাঃ ১২ হাজার পরিবারের খাদ্য সহায়তার দ্বায়িত্ব নিলেন পাংশার মিতুল হাকিম


প্রতিবেদক
জনতার মেইল.ডটকম

প্রকাশিত: ৮:২৫ অপরাহ্ণ ,৩ এপ্রিল, ২০২০ | আপডেট: ৩:৫৩ অপরাহ্ণ ,৪ এপ্রিল, ২০২০
করোনাঃ ১২ হাজার পরিবারের খাদ্য সহায়তার দ্বায়িত্ব নিলেন পাংশার মিতুল হাকিম

এস এম মইনুল ইসলাম হিমেল।। মহামারি করোনাভাইরাস প্রতিরোধে সামাজিক দূরত্ব বজায় রাখতে সারাদেশে চলছে এক অঘোষিত লকডাউন। আর এই লক ডাউনের বাজারে কর্মহীন হয়ে পড়া রাজবাড়ি জেলার পাংশা, বালিয়াকান্দি ও কালুখালী উপজেলার হতদরিদ্র ও নিম্ন আয়ের ১২ হাজার পরিবারের খাদ্য সহায়তার দায়িত্ব নিলেন রাজবাড়ি-২ আসনের এমপি মোঃ জিলুল হাকিমের ছেলে ব্যবসায়ী আশিক মাহমুদ মিতুল হাকিম। সে জেলা আওয়ামীলীগের সদস্য।

তিনি প্রাথমিক পর্যায়ে গতকাল ৩ রা এপ্রিল-২০২০ শুক্রবার থেকে খাদ্য সহায়তা দেয়া শুরু করেছেন। খাদ্য সহায়তার মধ্যে রয়েছে পরিবার প্রতি ১০ কেজি চাল, ১ কেজি ডাল, ৩ কেজি আলু, ১ কেজি লবন, ১ লিটার তেল, এছাড়াও পরিমান অনুসারে মরিচ, আদা, রসুন, মসলা ও একটি করে শাবান ইত্যাদি।

মিতুল হাকিম- আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও মহিলা আওয়ামী লীগের নেতাকর্মীদের সহায়তায় প্রতিটি গ্রামে নিম্ম আয়, দরিদ্র ও হত দরিদ্র পরিবারগুলোর তালিকা প্রস্তুত করে প্রতিটি গ্রামে গ্রামে কর্মীদের মাধ্যমে এবং কোথাও কোথাও নিজে গিয়ে বাড়িতে বাড়িতে ত্রান সামগ্রী পৌঁছে দিচ্ছেন।

এছাড়াও তিনটি উপজেলার প্রতিটি বাজার ও মসজিদে মসজিদে হাত ধোয়ার জন্য হ্যান্ড শাওয়ার দিয়েছেন। এলাকার দলীয় নেতাকর্মী ও চিকিৎসকদের নিয়ে ৫টি মেডিকেল স্বেচ্ছা সেবার টিম গঠন করেছেন। কোন গ্রাম থেকে সাধারণ কোন রোগী ফোন করলে মেডিকেল টিম গিয়ে তাদেরকে উপজেলা হাসপাতালে এনে চিকিৎসা দেয়ার ব্যবস্থা করছেন।

মিতুল হাকিম জানান- করোনাভাইরাসের কারনে যতদিন দেশের এমন অবস্থা চলমান থাকবে ততদিন তিনি তার ব্যবসার অর্থে ওই সকল পরিবারগুলোকে ধারাবাহীকভাবে খাদ্য সহায়তা দেবেন। এছাড়াও আগামী সপ্তাহ থেকে তিনি নবজাতক শিশুদের খাদ্য সহায়তা দেবেন তার জন্য গ্রামে গ্রামে তালিকা তৈরির কাজ চলছে।

Comments

comments