আজ : শনিবার, ৫ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২০শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

রাজবাড়ীতে স্বামীকে হেনস্তা করতে স্ত্রীর ভূয়া অভিযোগ


প্রতিবেদক
জনতার মেইল.ডটকম

প্রকাশিত: ৪:২২ অপরাহ্ণ ,২৯ মার্চ, ২০২০ | আপডেট: ১১:৪৩ অপরাহ্ণ ,২৯ মার্চ, ২০২০
রাজবাড়ীতে স্বামীকে হেনস্তা করতে স্ত্রীর ভূয়া অভিযোগ

সমীর কান্তি বিশ্বাস।। রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের বহরপুর গ্রামে মৃত কার্তিক শাহার জৈষ্ঠ কন্যা মাধুবী রানির সঙ্গে একই এলাকার মৃত হিরেন্দ্রনাথ বিশ্বাসের ছেলে এস কে বিশ্বাসের সঙ্গে দ্বিতীয় বিবাহ হয়।

জানা গেছে মাধুবি রানী বনিকের প্রথম স্বামী দুলাল চন্দ্র বনিক মারা যাওয়ার পর দ্বিতীয় স্বামী হিসাবে এস কে বিশ্বাসের সঙ্গে রাজবাড়ী কোর্টে ২০১৬ সালে নোটারী পাবলিক করে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়।

কিছুদিন ঘর সংসার করার পর অদৃশ্য কারন বশত স্বামী-স্ত্রীর মধ্যে বনিবনা হয়। এরই রেষ ধরে কিছু চরিত্রহীন লোকের প্ররোচনায় কিছু অর্থহীন অভিযোগ এনে স্বামীকে হেনস্তা করতে রাজবাড়ী জেলা প্রশাসকের বরাবর একটি অভিযোগ পত্র দাখিল করে।

জেলা প্রশাসক অভিযোগ পত্রটি আমলে নিয়ে উপজেলা নির্বাহী অফিসারের নিকট সুষ্ঠ তদন্তের জন্য নির্দেশ দেন। এই অভিযোগের প্রেক্ষিতে উভয় পক্ষকে শুনানীর জন্য নির্বাহী অফিসারের কার্যালয়ে ডাকেন।

অভিযোগ কারী মাধবী রানী অভিযোগের সত্যতা প্রমানে ব্যর্থ হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা তার অভিযোগ পত্রটি বাতিল বলে গন্য করে।

Comments

comments