সমীর কান্তি বিশ্বাস।। রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়নের রামদিয়া বি.এম.বি.সি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আহম্মদ আলী মাস্টারকে অনৈতিক কার্যকলাপের অভিযোগ এনে সাময়িকভাবে বহিস্কার করেছে ওই স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি।
জানা গেছে, বিএম.বি.সি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সম্প্রতি নিজ কাজের উদ্দ্যশে ফরিদপুর শহরে ঢোকার সময় প্রকৃতির ডাকে সারা দিলে শহরের নিউ হোটেল গার্ডেন সিটির ওয়াশ রুমে প্রবেশ করে। এ সময় ওই হোটেলে আকস্মিক ভাবে পরিচালিত ভ্রাম্যমান আদালতের জবাবদিহিতার কবলে পড়েন এবং বাক বিতন্ডায় জরিয়ে পড়েন।
ঐ সময় বিজ্ঞ ভ্রাম্যমান আদালত সহকারী শিক্ষক আহম্মদ আলী মাস্টারকে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।
এ ঘটনায় পরেন দিন তিনি জামিন প্রার্থনা করলে আদালত তাকে জামিন প্রদান করেন। পরবর্তীতে, আইনী প্রক্রিয়ায় বিজ্ঞ আদালত গত ২৫ শে মার্চ উক্ত মামলা থেকে তাকে নির্দোষি ভাবে খালাস প্রদান করেন।
বিষয়টি নিয়ে রামদিয়া বি.এম.বি.সি উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির কতিপয় সদস্য ৩ দিনের অনুপস্থিত থাকার কারন দর্শানোর নোটিস প্রদান সহ ৩ দিনের বেতন কর্তন করেন। তাহাকে কেন সাময়িক বরখাস্ত করা হবে না’’ মর্মে শোকজ করা হয়। শোকজের জবাব হিসাবে সহকারী শিক্ষক আইন ও বিজ্ঞ আদালতের প্রতি শ্রদ্ধাশীল, আদালত কর্তৃক মামলার রায় না আসা পর্যন্ত যেন তাহাকে সাময়িক বরখাস্ত করা না হয় মর্মে বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির নিকট লিখিত আকারে বিনীত অনুরোধ করেন। এরপরেও অদৃশ্য কারন বশত বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি আদালতের আইনী প্রক্রিয়ার গুরুত্ব না দিয়ে সহকারী শিক্ষককে সাময়িক বরখাস্ত করে।
বিষয়টি নিয়ে সহকারী শিক্ষক আহম্মদ আলী মাস্টারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এ প্রতিবেদককে জানান- বি.এম.বি.সি উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগ কালীন সময়ে তিনি প্রার্থী হয়েছিলেন এবং তখন থেকেই একটি বিশেষ মহল তার প্রতি ক্ষোভ থাকায় এমন হতে পারে।
প্রকাশক ও সম্পাদকঃ এস.এম. রিয়াজুল করিম
ফোনঃ০১৭৫১-৭৫৭৮৯২,০১৫৫৮-৫১৬৩৮২
কার্যালয়ঃ
পৌর নিউ মার্কেট, আই ভবন (২য় তলা, রুম নং-১২৫) ( জেলা স্কুলের সামনে), প্রধান সড়ক, রাজবাড়ী।