আজ : মঙ্গলবার, ৩রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

শিক্ষাই জাতির মেরুদন্ড, আজকের শিক্ষার্থীরা আগামী দিনের ভবিষ্যৎ-কাজী ইরাদত আলী


প্রতিবেদক
জনতার মেইল.ডটকম

প্রকাশিত: ৩:৩৫ পূর্বাহ্ণ ,১০ মে, ২০১৮ | আপডেট: ৩:৩৭ পূর্বাহ্ণ ,১০ মে, ২০১৮
শিক্ষাই জাতির মেরুদন্ড, আজকের শিক্ষার্থীরা আগামী দিনের ভবিষ্যৎ-কাজী ইরাদত আলী

নিজস্ব প্রতিনিধি ।। ঐতিহ্যবাহী কোলা সদর উদ্দিন উচ্চ বিদ্যালয়ে নবনির্বাচিত ম্যানেজিং কমিটির পরিচিতি সভা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয় ।
৯ই মে-১৮ বুধবার সকালে রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নের কোলা সদর উদ্দিন উচ্চ বিদ্যালয়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয় ।
উক্ত স্কুলের নবগঠিত ম্যানেজিং কমিটির সভাপতি ও জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলীর সভাপতিত্বে পরিচিতি সভায় কমিটির সদস্য সচিব প্রধান শিক্ষক মোঃ ফরহাদ হোসেন বিশ্বাস, দাতা সদস্য মোঃ মাসুদ হোসেন বিশ্বাস, অভিভাবক সদস্য মোশারফ হোসেন মোল্লা, মনসুর আলী চৌধুরী ও মোঃ সফরুজ্জামান, সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য রাশেদা পারভীন, শিক্ষক প্রতিনিধি মোঃ আঃ করিম সরদার ও রবীন্দ্রনাথ মন্ডল এবং সংরক্ষিত মহিলা শিক্ষক প্রতিনিধি ছামিরন নেছা উপস্থিত ছিলেন ।
সভায় কমিটির সদস্যগণ পরস্পরের সাথে পরিচিত হন এবং বিদ্যালয়ের লেখাপড়ার মান উন্নয়ন ও শৃঙ্খলা বজায় রাখাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন ।
ম্যানেজিং কমিটির পরিচিতি সভা শেষে বিদ্যালয়ের মিলনায়তনে অনুষ্ঠিত হয় অভিভাবক সমাবেশ । ম্যানেজিং কমিটির সভাপতি কাজী ইরাদত আলীর সভাপতিত্বে অভিভাবক সমাবেশে বসন্তপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মীর্জা বদিউজ্জামান বাবু, ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য মোঃ সফরুজ্জামান প্রমুখ বক্তব্য রাখেন ।


অভিভাবক সমাবেশে ম্যানেজিং কমিটির সভাপতি কাজী ইরাদত আলী বলেন, শিক্ষাই জাতির মেরুদন্ড । আজকের শিক্ষার্থীরা আগামী দিনের ভবিষ্যৎ । শিক্ষার্থীদেরকে প্রকৃত মানুষ হিসেবে গড়ে তুলতে হবে, এই শিক্ষার্থীরাই একদিন নেতৃত্ব দেবে । তাদের মানুষেরমত মানুষ করতে সবচেয়ে বেশী সচেষ্ট হতে হবে অভিভাবকদের । পাশাপাশি শিক্ষকদেরও দায়িত্ব পালন করতে হবে । প্রতিটি শিশুকেই লেখাপড়া করাতে হবে । তিনি দেশের উন্নয়ন ও অগ্রযাত্রাকে অব্যাহত রাখার জন্য জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের কথা তুলে ধরে আগামী নির্বাচনেও আওয়ামীলীগকে বিজয়ী করতে নৌকায় ভোট দিতে অভিভাবকদের প্রতি আহ্বান জানান ।
অপরদিকে শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন- তোমরা ক্লাস ফাঁকি দিবে না । ক্লাস ফাঁকি দেয়া মানে নিজেকেই ফাঁকি দেয়া । ভালোভাবে লেখাপড়া করবে । মাদক থেকে দূরে থাকতে হবে । বর্তমানে মাদকই সবচেয়ে বড় সমস্যা । এ বিষয়ে অভিভাবকদেরও সচেতন থাকতে হবে ।
অভিভাবক সমাবেশ শেষে ম্যানেজিং কমিটির সভাপতি কাজী ইরাদত আলীর নেতৃত্বে ম্যানেজিং কমিটির অন্যান্য সদস্যগণ এবং শিক্ষকবৃন্দ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মরহুম জালাল উদ্দিন বিশ্বাসের কবর জিয়ারত করেন ।
এর আগে ম্যানেজিং কমিটির নবগঠিত সভাপতি কাজী ইরাদত আলী বিদ্যালয়ে এসে পৌঁছালে কমিটির অন্যান্য সদস্যগণ এবং শিক্ষকবৃন্দ তাকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান ।

Comments

comments