রাজবাড়ী প্রতিনিধি।। করোনাভাইরাস থেকে ছেলেকে নিরাপদ রাখতে বাসা থেকে বাইরে বের হতে না দেওয়ায় ক্ষোভে গলায় ফাঁস নিয়ে আসিব ফকির (১৩) নামের এক কিশোর আত্মহত্যা করেছে।
২৬ মার্চ-২০২০ বৃহস্পতিবার বিকালে পৌর ৭ নং ওয়ার্ডের পশ্চিম ভবানীপুর এলাকায় এ ঘটনা ঘটে।
মৃত আসিব- রাজবাড়ী সদর উপজেলার রাজবাড়ী পৌরসভার ৭নং ওয়ার্ডের পশ্চিম ভবানীপুর গ্রামের লুৎফর ফকিরের ছেলে।
প্রতিবেশীরা বলেন, আসিবকে করোনা ভাইরাস থেকে রক্ষায় বাড়ীর বাইরে বের হতে দেয়নি তার মা। এ সময় ছেলে রাগারাগি করলে তার মা দুটি চর মারে।পড়ে অভিমান করে আসিব গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করে।
রাজবাড়ী সদর হাসপাতালের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক আজাদ বলেন- হাসপাতালের আনার আগেই শিশুটি মারা গেছে।
রাজবাড়ী সদর থানার ওসি স্বপন মজুমদার বলেন- ওই ছেলেটিকে তার মা বাসা থেকে বের হতে না দেওয়ায় রেগে বিকালে আত্মহত্যা করেছে বলে তারা জেনেছেন।
প্রকাশক ও সম্পাদকঃ এস.এম. রিয়াজুল করিম
ফোনঃ০১৭৫১-৭৫৭৮৯২,০১৫৫৮-৫১৬৩৮২
কার্যালয়ঃ
পৌর নিউ মার্কেট, আই ভবন (২য় তলা, রুম নং-১২৫) ( জেলা স্কুলের সামনে), প্রধান সড়ক, রাজবাড়ী।