আজ : মঙ্গলবার, ৩রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

বাড়ির বাইরে বেরুতে না পেরে রাজবাড়ীতে কিশোরের আত্মহত্যা


প্রতিবেদক
জনতার মেইল.ডটকম

প্রকাশিত: ৬:৪৫ অপরাহ্ণ ,২৬ মার্চ, ২০২০ | আপডেট: ১০:৫১ অপরাহ্ণ ,২৭ মার্চ, ২০২০
বাড়ির বাইরে বেরুতে না পেরে রাজবাড়ীতে কিশোরের আত্মহত্যা

রাজবাড়ী প্রতিনিধি।। করোনাভাইরাস থেকে ছেলেকে নিরাপদ রাখতে বাসা থেকে বাইরে বের হতে না দেওয়ায় ক্ষোভে গলায় ফাঁস নিয়ে আসিব ফকির (১৩) নামের এক কিশোর আত্মহত্যা করেছে।

২৬ মার্চ-২০২০ বৃহস্পতিবার বিকালে পৌর ৭ নং ওয়ার্ডের পশ্চিম ভবানীপুর এলাকায় এ ঘটনা ঘটে।

মৃত আসিব- রাজবাড়ী সদর উপজেলার রাজবাড়ী পৌরসভার ৭নং ওয়ার্ডের পশ্চিম ভবানীপুর গ্রামের লুৎফর ফকিরের ছেলে।
প্রতিবেশীরা বলেন, আসিবকে করোনা ভাইরাস থেকে রক্ষায় বাড়ীর বাইরে বের হতে দেয়নি তার মা। এ সময় ছেলে রাগারাগি করলে তার মা দুটি চর মারে।পড়ে অভিমান করে আসিব গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করে।
রাজবাড়ী সদর হাসপাতালের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক আজাদ বলেন- হাসপাতালের আনার আগেই শিশুটি মারা গেছে।
রাজবাড়ী সদর থানার ওসি স্বপন মজুমদার বলেন- ওই ছেলেটিকে তার মা বাসা থেকে বের হতে না দেওয়ায় রেগে বিকালে আত্মহত্যা করেছে বলে তারা জেনেছেন।

Comments

comments