স্টাফ রিপোর্টার।। র্যাব-৮, সিপিসি-১ পটুয়াখালী ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রইছ উদ্দিনের নেতৃত্বাধীন একটি অভিযানিক দল ও বরিশাল পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে ৩ ইট ভাটায় অভিযান চালিয়ে ৩ জনকে আটক করে জেল প্রদান ও ইট ভাটাগুলো গুড়িয়ে দিয়েছে।
২৩ মার্চ-২০২০ সোমবার দুপুর ১২.টার দিকে পটুয়াখালী জেলার কলাপারা থানাধীন নীলগঞ্জ এলাকায় মেসার্স এস ডি কে ব্রিকস ইটভাটায় অভিযান পরিচালনা করে উক্ত ইটভাটার মালিক মোঃ নুরুল আমিন শিকদার (৬২) কে আটক করে। এবং দ্বিতীয় অভিযানে, একইদিন দুপুর দেড়টার সময় অভিযান চালিয়ে বরগুনা জেলার আমতলী থানাধীন চলাভাংগা এলাকায় মেসার্স এম সি কে ব্রিকস মালিক মোঃ সোবহান কাজি (৬৬) কে এবং টি এ এ ইটভাটার ম্যানেজার মোঃ চুন্নু আকন (৩৪) কে আটক করা হয়।
পরবর্তীতে, অনুমোদনহীনভাবে অবৈধ ইটভাটা পরিচালনার অভিযোগে বরিশাল পরিবেশ অধিদপ্তরের পরিচালক ও নিবার্হী ম্যাজিসট্রেট মোঃ আব্দুল হালিম কতৃক- আটককৃত প্রত্যেককে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন ২০১৩ (সংশোধণী ২০১৯) এর ৪ ধারা মোতাবেক ১ বছরের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। এছাড়াও অবৈধ ইটভাটাগুলো গুড়িয়ে ধ্বংস করা হয়।
প্রকাশক ও সম্পাদকঃ এস.এম. রিয়াজুল করিম
ফোনঃ০১৭৫১-৭৫৭৮৯২,০১৫৫৮-৫১৬৩৮২
কার্যালয়ঃ
পৌর নিউ মার্কেট, আই ভবন (২য় তলা, রুম নং-১২৫) ( জেলা স্কুলের সামনে), প্রধান সড়ক, রাজবাড়ী।