রাজবাড়ী প্রতিনিধি।। মাহামারি করোনাভাইরাস বিস্তার রোধে- রাজবাড়ীর পুলিশ সুপার মোঃ মিজানুর রহমানের উদ্যোগে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ ও মাইকিংয়ের পাশাপাশি জেলার বিভিন্ন স্থানে ৯৭ টি হ্যান্ড ওয়াশ কর্ণার স্থাপন করা হয়েছে। রাজবাড়ী সদর থানা এলাকায় ৩০ টি, পাংশা থানা এলাকায় ৩৮ টি, বালিয়াকান্দি থানা এলাকায় ১৩ টি, গোয়ালন্দ থানা এলাকায় ৯ টি, কালুখালী থানা এলাকায় ৫ টি সহ রাজবাড়ী রেলওয়ে স্টেশনে ১টি ও দৌলতদিয়া লঞ্চ ঘাটে ১টি হ্যান্ড ওয়াশ কর্ণার স্থাপন করা হয়েছে। দৌলতদিয়া পতিতা পল্লীও শাট ডাউন করা হয়েছে।
এ ছাড়াও, বিদেশ থেকে দেশে ফিরে আসা ব্যক্তিদের হোম কোয়ারেন্টাইনে রাখার ক্ষেত্রে ৯৯২ জনের বাড়ীতে বাড়িতে গিয়ে হোম কোয়ারেন্টাইন স্টিকার লাগানোসহ ওইসকল ব্যক্তিদের সার্বিক তথ্য সংগ্রহ করেছে।
প্রকাশক ও সম্পাদকঃ এস.এম. রিয়াজুল করিম
ফোনঃ০১৭৫১-৭৫৭৮৯২,০১৫৫৮-৫১৬৩৮২
কার্যালয়ঃ
পৌর নিউ মার্কেট, আই ভবন (২য় তলা, রুম নং-১২৫) ( জেলা স্কুলের সামনে), প্রধান সড়ক, রাজবাড়ী।