রাজবাড়ীর জেলা প্রশাসকের বাবার ইন্তেকাল
প্রকাশিত: ২:৪৫ অপরাহ্ণ ,২০ মার্চ, ২০২০ | আপডেট: ১:৫১ অপরাহ্ণ ,২১ মার্চ, ২০২০
রাজবাড়ী প্রতিনিধি।। বিসিএস (প্রশাসন) ক্যাডারের ২১ তম ব্যাচের কর্মকর্তা রাজবাড়ীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিষ্ট্রেট দিলসাদ বেগমের বাবা বশিরুল হক (৮৩) ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
১৯ মার্চ-২০২০ বৃহস্পতিবার রাত ৯.টা ৪৫ মিনিটের সময় রাজধানী ঢাকার আহসানিয়া মিশন ক্যান্সার হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি ১ ছেলে ও ৩ কন্যা সন্তান সহ অসংখ্য গুনগ্রাহী ও আত্মীয়-স্বজন রেখে গেছেন।
আজ শুক্রবার বাদ জুম্মা তার নামাজে জানাজা শেষে কিশোরগঞ্জে জেলার গ্রামের বাড়ীর পারিবারিক কবরস্থানে মহরদেহ দাফন করা হয়।
জনতার মেইল.কম ও রাজবাড়ী ডিজিটাল প্রেসক্লাব পরিবাব তার মৃত্যুতে গভীরভাবে শোকাহত। আমরা তার বিদেহীর আত্নার মাগফেরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। দোয়া করি, মহান আল্লাহ রাব্বুল অলামিন তাকে জান্নাতবাসী করুন।