আজ : বুধবার, ৪ঠা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

রাজবাড়ীর পাংশায় প্রতিপক্ষের গুলিতে যুবক নিহত


প্রতিবেদক
জনতার মেইল.ডটকম

প্রকাশিত: ৯:৩১ অপরাহ্ণ ,১৮ মার্চ, ২০২০ | আপডেট: ১:১৪ পূর্বাহ্ণ ,১৯ মার্চ, ২০২০
রাজবাড়ীর পাংশায় প্রতিপক্ষের গুলিতে যুবক নিহত

রাজবাড়ী প্রতিনিধি।। রাজবাড়ী পাংশায় নামের এক যুবককে গুলি করে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। ১৮ মার্চ-২০২০ বুধবার রাত ৯.টার দিকে পাংশা উপজেলার কলিমোহর ইউনিয়নের হাটবন গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি- পাংশা উপজেলার হাটবন গ্রামের বুদ্ধিশ্বর বিশ্বাসের ছেলে কাজল বিশ্বাস (৩৫)।

কাজলের পরিবারের অভিযোগ, কাজলের চাচাতো ভাই রবি বিশ্বাস এ হত্যাকাণ্ড ঘটিয়েছেন। ঘটনার পর থেকে সে পলাতক।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, কাজল ও রবি চরমপন্থী দলের সদস্য। রবিদের সঙ্গে কাজলদের পারিবারিক বিরোধ রয়েছে। রবিদের পরিবার বছরখানেক আগে জমি বিক্রি করে ভারতে চলে যায়। রবি আজ এলাকায় ফিরে আসেন। রাতে হাটবন গ্রামের একটি স্থানে তাদের দু’জনের দেখা হলে কথা আছে বলে রবি কাজলকে ডেকে নিয়ে যান একটি বাগানে। সেখানে নিয়ে কাজলকে গুলি করে হত্যা করে লাশ ফেলে চলে যান।

এ বিষয়ে পাংশা থানার ওসি লাবিব জানান- কাজল হত্যাকাণ্ডের ঘটনার পর থেকে অভিযুক্ত ব্যক্তি পলাতক।কাজলের লাশ উদ্ধার করার জন্য ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

Comments

comments