স্টাফ রিপোর্টার।। র্যাব-৮, সিপিসি-১, পটুয়াখালী ক্যাম্পের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রইছ উদ্দিনের নেতৃত্বে অদ্য ১৮ মার্চ-২০২০ বুধবার বিকেল ৩.টার দিকে বরগুনা জেলার আমতলী থানাধীন মহিষকাটা বাজার এলাকায় অভিযান পরিচালনা করে একাধিক মাদক মামলার ওয়ারেন্ট ভূক্ত আসামী মোঃ মাসুদ (৩২) আটক করেছে উক্ত র্যাব ক্যাম্পের একটি আভিযানিক দল।
আটক আসামী- বরগুনা জেলার আমতলী উপজেলার রায়বালা গ্রামের মৃত নুর খালেক মিয়ার ছেলে।
পটুয়াখালী র্যাব জানায়- সে একজন পেশাধার মাদক ব্যবসায়ী তার বিরুদ্ধে বরগুনা জেলার আমতলী থানায় একাধিক মাদক মামলা রয়েছে। তার বিরুদ্ধে আমতলী থানায় মাদক মামলার ২টি ওয়ারেন্ট (জিআর ১৮৯/১৬ এবং ৩৪২/১৫) রয়েছে। আটককৃত আসামীকে আমতলী থানায় হস্তান্তর করা হয়।
প্রকাশক ও সম্পাদকঃ এস.এম. রিয়াজুল করিম
ফোনঃ০১৭৫১-৭৫৭৮৯২,০১৫৫৮-৫১৬৩৮২
কার্যালয়ঃ
পৌর নিউ মার্কেট, আই ভবন (২য় তলা, রুম নং-১২৫) ( জেলা স্কুলের সামনে), প্রধান সড়ক, রাজবাড়ী।