আজ : মঙ্গলবার, ৩রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

রাজবাড়ীর লক্ষিকোল হরিসভা মন্দিরে দূর্ধর্ষ চুরি


প্রতিবেদক
জনতার মেইল.ডটকম

প্রকাশিত: ১১:৩১ পূর্বাহ্ণ ,১৭ মার্চ, ২০২০ | আপডেট: ৭:৪৬ অপরাহ্ণ ,১৮ মার্চ, ২০২০
রাজবাড়ীর লক্ষিকোল হরিসভা মন্দিরে দূর্ধর্ষ চুরি

রাজবাড়ী প্রতিনিধি।। রাজবাড়ী জেলা শহরের পৌর ১-নং ওয়ার্ড এলাকার লক্ষ্মীকোল হরিসভা মন্দিরের তালা ও দানবাস্ক ভেঙ্গে দূর্ধষ চুরির ঘটনা ঘটেছে। মন্দির কমিটিসূত্রে জানাযায়- মন্দিরে থাকা প্রায় ৫/৬ ভরি স্বর্ণ ও ৫০/৬০ ভরি রোপা এবং দানবাস্কে থাকা কিছু নগদ টাকা নিয়ে গেছে দূর্বৃত্তরা।

১৬ই মার্চ-২০২০ সোমবার রাতের অন্ধকারে এ দূর্ধষ চুরির ঘটনা ঘটেছে বলে জানাগেছে।

এ ঘটনায়, মন্দিরের সভাপতি ও সাধারন সস্পাদকসহ স্থানীয় কাউন্সিলর ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং চুরির ঘটনাটি সদর থানা পুলিশকে জানিয়েছেন।

 লক্ষ্মীকোল হরিসভা মন্দির কমিটির সহ-সভাপতি শ্যামল পদ্দার জানান- তাদের ধারনা মন্দির খোলা থাকা অবস্থায় কিছু বখাটেরা মন্দির প্রাঙ্গনে আড্ডা দেয় ও মাদক জাতীয় দ্রব্য সেবন করে, তারাই এ চুরির সাথে জড়িত থাকতে পারে।

Comments

comments