পটুয়াখালীর গলাচিপায় ভ্রাম্যমান আদালতে ২ মাদকসেবীর ৬ মাসের জেল
জনতার মেইল.ডটকম
প্রকাশিত: ৩:১৯ অপরাহ্ণ ,১৫ মার্চ, ২০২০ | আপডেট: ১:২২ পূর্বাহ্ণ ,১৬ মার্চ, ২০২০
প্রকাশিত: ৩:১৯ অপরাহ্ণ ,১৫ মার্চ, ২০২০ | আপডেট: ১:২২ পূর্বাহ্ণ ,১৬ মার্চ, ২০২০
স্টাফ রিপোর্টার।। র্যাব-৮, সিপিসি-১, পটুয়াখালী ক্যাম্পের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রইছ উদ্দিনের নেতৃত্বে ১৫ মার্চ-২০২০ রবিবার বিকেল ৩.টার দিকে পটুয়াখালী জেলার গলাচিপা থানাধীন উলানিয়া বাজার এলাকায় অভিযান পরিচালনা করে ২ জন মাদক সেবিকে আটক করেছে উক্ত র্যাব ক্যাম্পের একটি আভিযানিক দল।এসময় তাদের নিকট হতে ৫০ গ্রাম গাঁজা জব্দ করা হয়।
আটককৃতরা হলো- পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার পূর্বপাড় ডাকুয়া গ্রামের মোঃ রফিক হাওলাদারের ছেলে মোঃ সোহেল হাওলাদার (৩০) ও বাসুদেব মাঝির ছেলে সঞ্জিব মাঝি (২০)।
পরবর্তী, তেভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট পটুয়াখালী গলাচিপা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সুহৃদ সালেহীন আটককৃত প্রত্যেককে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) এর টেবিল ২১ ধারা মোতাবেক ০৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।