স্টাফ রিপোর্টার।। কুষ্টিয়া জেলার খোকসা উপজেলার সেনগ্রাম উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আসাদুল বারী খান (৪২) কে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। তিনি, রাজবাড়ীর পাংশা উপজেলার কসবামাজাইল ইউনিয়নে সুবর্ণখোলা গ্রামের মৃত খোরশেদ খানের ছেলে।
পাংশা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আহসান উল্লাহ জানান- ১৩ মার্চ-২০২০ শুক্রবার সকাল সাড়ে ৯.টার দিকে সুবর্ণখোলা গ্রামের গড়াই নদীর পাড় থেকে আসাদুল বারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এঘটনায় জড়িত থাকার সন্দেহে ৫ জনকে পুলিশ আটক করেছে।
নিহত আসাদুল বারী খানের ভাতিজা সাদ্দাম খান বলেন- শুক্রবার ভোর সাড়ে ৬.টার দিকে নিজ গ্রামে তার অসুস্থ চাচা মোঃ খলিলুর রহমান খানকে দেখে বাড়ি ফিরছিলেন চাচা। তখন একদল দুর্বৃত্ত তাকে হত্যা করে। তার পায়ে ও বুকে গুলির চিহ্ন রয়েছে। স্থানীয় জজ আলী বিশ্বাসের সাথে তার পূর্ব শত্রুতা রয়েছে। জজ আলী বিশ্বাসের লোকজনই তাকে হত্যা করেছে বলে পরিবারের সদস্যরা দাবি করছেন।
রাজবাড়ীর পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান জানান- বিষয়টি জানার পর ঘটনাস্থলে প্রায় দেড়শত পুলিশ মোতায়েন করা হয়েছে। জানা গেছে জজ আলী বিশ্বাস ও কসবামাজাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান খানের গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তার ঝামেলা রয়েছে। তারই প্রেক্ষিতে এই ঘটনা ঘটতে পারে। এ ঘটনায় এখন পর্যন্ত নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো মামলা দায়ের করা হয়নি। মামলা দায়ের করা হলে পুলিশ যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে বলেও তিনি জানান।
প্রকাশক ও সম্পাদকঃ এস.এম. রিয়াজুল করিম
ফোনঃ০১৭৫১-৭৫৭৮৯২,০১৫৫৮-৫১৬৩৮২
কার্যালয়ঃ
পৌর নিউ মার্কেট, আই ভবন (২য় তলা, রুম নং-১২৫) ( জেলা স্কুলের সামনে), প্রধান সড়ক, রাজবাড়ী।