স্টাফ রিপোর্টার।। র্যাব-৮, সিপিসি-৩ মাদারীপুর ক্যাম্পের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলামের নেতৃত্বে ৮ মার্চ-২০২০ রবিবার রাত সারে ৯.টার দিকে মাদারীপুর জেলার শিবচর থানাধীন সূর্যনগর বাজার এলাকায় অভিযান পরিচালনা করে ৭০০ গ্রাম গাঁজাসহ শেখ নূরুল আমিন (৪৫) নামের এক মাদক ব্যবসায়ীকে হাতেনাতে আটক করেছে উক্ত র্যাব ক্যাম্পের একটি আভিযানিক দল।
আটক ব্যাক্তি- ফরিদপুর জেলার ভাংগা উপজেলার ব্রাহ্মণপাড়া গ্রামের মৃত শেখ মোসলেমের ছেলে। সে, দীর্ঘদিন যাবৎ মাদারীপুর জেলার শিবচর থানা এলাকায় গাঁজাসহ বিভিন্ন ধরনের অবৈধ মাদকদ্রব্য বিক্রয় কার্যক্রম চালিয়ে আসছে।
ধৃত আসামীকে উদ্ধারকৃত গাঁজাসহ মাদারীপুর জেলার শিবচর থানায় হস্তান্তর করা হয়। এ সংক্রান্তে মাদারীপুর জেলার শিবচর থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে।
প্রকাশক ও সম্পাদকঃ এস.এম. রিয়াজুল করিম
ফোনঃ০১৭৫১-৭৫৭৮৯২,০১৫৫৮-৫১৬৩৮২
কার্যালয়ঃ
পৌর নিউ মার্কেট, আই ভবন (২য় তলা, রুম নং-১২৫) ( জেলা স্কুলের সামনে), প্রধান সড়ক, রাজবাড়ী।