আঞ্জুমান-ই-কাদেরিয়া মাদ্রাসাতু সাবি-ইল-হাসান দাখিল মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
প্রকাশিত: ৩:০০ অপরাহ্ণ ,৬ মার্চ, ২০২০ | আপডেট: ১২:০৪ পূর্বাহ্ণ ,৮ মার্চ, ২০২০
গোয়ালন্দ প্রতিনিধি।। রাজবাড়ী গোয়ালন্দের দৌলতদিয়া আঞ্জুমান-ই-কাদেরিয়া মাদ্রাসাতু সাবি-ইল-হাসান দাখিল মাদ্রাসার বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২০ এবং A+ ও বৃত্তিপ্রাপ্ত ছাত্রদের পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
৬ মার্চ-২০২০ শুক্রবার সকালে উক্ত মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন রাজবাড়ী-১ আসনের এমপি ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আলহাজ্ব কাজী কেরামত আলী।
আঞ্জুমান-ই-কাদেরিয়া মাদ্রাসাতু সাবি-ইল-হাসান দাখিল মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি ব্রিগেডিয়ার (অবঃ) বজলে কাদেরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- রাজবাড়ী জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ফকির আব্দুল জব্বার, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আসাদুজ্জামান চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার রোবাইয়াত হায়াৎ শিপলু প্রমুখ।
আলোচনা সভা শেষে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।