১৪ পিস স্বর্ণ বারসহ শাহজালাল ইয়ারপোর্টে এক যাত্রী আটক
প্রকাশিত: ৩:৩৭ অপরাহ্ণ ,৩ মার্চ, ২০২০ | আপডেট: ১২:৩৯ পূর্বাহ্ণ ,৪ মার্চ, ২০২০
জনতার মেইল ডেস্ক।। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ১ কেজি ৩৭০ গ্রাম স্বর্ণসহ নিলুফার ইয়াসমিন নামের এক নারী যাত্রীকে আটক করেছে ঢাকা কাস্টম হাউসের প্রিভেন্টিভ টিম। আটক স্বর্নের মূল্যে প্রায় ৭০ লাখ টাকা।
ঢাকা কাস্টম হাউসের সহকারী কমিশনার (প্রিভেন্টিভ) সোলাইমান হোসেন সাইফ জানান- চোরাচালান প্রতিরোধে কাস্টম হাউসের কর্তব্যরত প্রিভেন্টিভ কর্মকর্তারা বিমান বন্দরের বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়ে নজরদারী শুরু করে। গ্রিন চ্যানেলে নজরদারি ও তল্লাশীকালে রাত ১২.টায় ব্যাংকক থেকে আগত (ফ্লাইট নং-এসওল ২২৪) যাত্রী নিলুফার ইয়াসমিনকে চ্যালেঞ্জ ও তল্লাশী করে তার রেক্টামে ১৪ পিস স্বর্ণ বার পাওয়া যায়।
আটককৃত স্বর্ণের মোট ওজন এক কেজি ৩৭০ গ্রাম যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৭০ লাখ টাকা। আটককৃত যাত্রীকে পুলিশে সোপর্দসহ আটককৃত স্বর্ণের বিষয়ে কাস্টমস আইনে ব্যবস্থা নেয়া হয়েছে।