৩৩নং চরখানখানাপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠিত
প্রকাশিত: ১২:৪০ অপরাহ্ণ ,১ মার্চ, ২০২০ | আপডেট: ৫:৪৯ অপরাহ্ণ ,১ মার্চ, ২০২০
আতিয়ার রহমান।। রাজবাড়ী জেলা সদরের ঐতিহ্যবাহী খানখানাপুর ইউনিয়নের ৩৩নং চরখানখানাপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরনী অনুষ্ঠিত হয়েছে গত বৃহস্পতিবার বিকাল ৫.টার দিকে। এর আগে সকাল ১০.টায় উক্ত স্কুলের মাঠে ক্রীড়া অনুষ্ঠানের উদ্ধোধন করেন রাজবাড়ী-১ আসনের সাবেক এম.পি আব্দুল লতিফ মুন্সি।
ম্যানেজিং কমিটির সভাপতি মাহাবুব আলী আশিষের সভাপতিত্বে পুরষ্কার বিতরনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন- রাজবাড়ী-১ আসনের সাবেক এম.পি আব্দুল লতিফ মুন্সি, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড. ইমদাদুল হক বিশ্বাস।খানখানাপুর ইউ.পি আওয়ামীলীগের সভাপতি আমির আলী মোল্লা প্রমূখ।
এ সময় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন- বিদ্যালয়ের প্রধান শিক্ষিক জয়নব আক্তার, সহকারি শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ সহ অভিভাবক হাজী আবদুর ছাত্তার, আবুল কাশেম মিয়া, আবুল হোসের শিকদার, নজরুল ইসলাম, এস.এম ফরিদ মুন্নু, আব্দুর রাজ্জাক শেক, মতিয়ার রহমান, কুদ্দুস মোল্লা, লুৎফর রহমান, কাইয়ুম শেক, কুটি মিয়া।
বক্তব্য শেষে, প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মাঝে পুরষ্কার তুলে দেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড. ইমদাদুল হক বিশ্বাস। উক্ত অনুষ্ঠানের সঞ্চলনায় ছিলেন জুয়েল, নাসের ও নজরুল ইসলাম শেক
উল্লেখ্য, অত্র স্কুলটি ২০১৭ সালে বিভাগীয় পর্যায়ে চ্যাম্পিয়ান ও জাতীয় পর্যায়ে অংশগ্রহন করে।২০১৯ সালে বিভাগীয় পর্যায়ে দৌড় প্রতিযোগিতায় ৪র্থ স্থান অর্জন করে। অত্র স্কুলের সাবেক ছাত্র ছিলেন- মেজর জেনারেল নুরুল হক, এস.পি সামছুল হক(স্বাধীনতা পুরষ্কার প্রাপ্ত), রাজবাড়ী-১ আসনের সাবেক এমপি আব্দুল লতিফ মুন্সি, জেলা ও দায়রা জজ (অবঃ) সামছুদ্দিন মিয়া, সুরাজ মোহিনী ইনস্টিটিউটের সাবেক প্রধান শিক্ষক হারুন অর রশিদ।