সমীর কান্তি বিশ্বাস।। রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের সোনাপুর শর্মা পাড়া মায়া রানী পূর্ণ কুঠিরের দুই দিন ব্যাপি উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত শ্রী শ্রী রাধা গোবিন্দ্রের অষ্টকালীন লীলাকীর্তন আজ সমাপ্ত হয়েছে।
জীবের অনাবিল প্রশান্তি কামনা করে- রমেশ চন্দ্র সরকার, শ্রী মতি, শিল্পী রানী অধিকারী ও কালিদাস বৈরাগী অষ্টকালীন লীলাকীর্তন পরিবেশন করেন ।
এ লীলাকীর্তন শ্রবনে শত শত ভক্তবৃন্দের আগমন ঘটে। অনুষ্ঠান পরিচালান করেন শন্তোষ কুমার শর্মা, পরেশ চন্দ্র শর্মা সহ স্বেচ্ছাসেবক ভক্তবৃন্দরা।
২৯ ফেব্রুয়ারি-২০২০ শনিবার লীলা কীর্তন সমাপনান্তে কৃঞ্জভঙ্গ নগর কীর্তন জল কেলী দধি মঙ্গল মধ্যাহ্নে মহপ্রভুর ভোগরাত ও মহাপ্রশাস বিতরনে মাধ্যমে অনুষ্ঠানটি শান্তিপূর্ন পরিবেশে সমাপ্ত ঘোষণা করা হয়।
প্রকাশক ও সম্পাদকঃ এস.এম. রিয়াজুল করিম
ফোনঃ০১৭৫১-৭৫৭৮৯২,০১৫৫৮-৫১৬৩৮২
কার্যালয়ঃ
পৌর নিউ মার্কেট, আই ভবন (২য় তলা, রুম নং-১২৫) ( জেলা স্কুলের সামনে), প্রধান সড়ক, রাজবাড়ী।