গোয়ালন্দ প্রতিনিধি।। নারী বাস যাত্রী শরীরে বিশেষ ধরণের জ্যাকেটের মধ্যে বিশেষ কায়দায় ফেন্সিডিল বহণকালে দুই নারীর দেহ তল্লাশী করে ১৭৫ বোতল ফেন্সিডিল পাওয়ায় দুই নারীকে গ্রেফতার করেছে পুলিশ।
২৬ ফেব্রুয়ারি-২০২০ বুধবার গভিররাত ২.টার দিকে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাট টার্মিনাল এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করে গোয়ালন্দ ঘাট থানার ওসি (তদন্ত) আব্দুল্লাহ আল তায়াবীর নেতৃত্বাধীন সঙ্গীয় পুলিশ ফোর্স।
আটককৃতরা হচ্ছে- যশোর জেলার শার্শা থানার বুরুজ বাগান এলাকার মৃত ওয়াজেদ আলী সর্দারের স্ত্রী রাবেয়া বেগম (৬৫) এবং একই গ্রামের আঃ রহমানের স্ত্রী জহুরা বেগম (৪০)।
গোয়ালন্দ ঘাট থানার ওসি আশিকুর রহমান (পিপিএম) বুধবার দুপুরে থানায় এক সাংবাদিক সম্মেলনে জানান, মহিলাদ্বয় যশোর থেকে ছেড়ে আসা সোহাগ পরিবহনের একটি বাসে করে ঢাকার উদ্দেশ্যে ফেন্সিডিলগুলো নিয়ে যাচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল নিয়ে দৌলতদিয়া তেলের পাম্প এলাকায় অবস্থান নেন। সোহাগ পরিবহনের ওই বাসটি সেখানে এসে যানবাহনের সিরিয়ালে আটকা পড়লে ওই দুই মহিলা বাস থেকে নেমে চলে যাওয়ার চেষ্টা করছিল। এ সময় পুলিশ তাদেরকে ফেন্সিডিলসহ আটক করে থানায় নিয়ে আসে। তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা দায়ের হয়েছে।
প্রকাশক ও সম্পাদকঃ এস.এম. রিয়াজুল করিম
ফোনঃ০১৭৫১-৭৫৭৮৯২,০১৫৫৮-৫১৬৩৮২
কার্যালয়ঃ
পৌর নিউ মার্কেট, আই ভবন (২য় তলা, রুম নং-১২৫) ( জেলা স্কুলের সামনে), প্রধান সড়ক, রাজবাড়ী।