আজ : মঙ্গলবার, ৩রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

পরিবেশ রক্ষার্থে রাজবাড়ীতে সবুজ আন্দোলনের আলোচনা সভা অনুষ্ঠিত


প্রতিবেদক
জনতার মেইল.ডটকম

প্রকাশিত: ৪:১৫ অপরাহ্ণ ,২৬ ফেব্রুয়ারি, ২০২০ | আপডেট: ১১:৫৬ অপরাহ্ণ ,২৬ ফেব্রুয়ারি, ২০২০
পরিবেশ রক্ষার্থে রাজবাড়ীতে সবুজ আন্দোলনের আলোচনা সভা অনুষ্ঠিত

জনতার মেইল ডেস্ক।। পরিবেশের ভারসাম্য রক্ষায় জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে দেশের প্রতিটি জেলা/উপজেলায় আন্দেল গড়ে তোলার আহ্বান জানিয়ে সবুজ আন্দোলন রাজবাড়ী সদর উপজেলা শাখার আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।

২৬ ফেব্রুয়ারি-২০২০ বুধবার বিকেল সারে ৩.টায় রাজবাড়ীর পৌর নিউ মার্কেটে অবস্থিত জনতার মেইল ডটকম কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

সাংবাদিক এস.এম. রিয়াজুল করিমের সভাপতিত্বে- প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সবুজ আন্দেলনের কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সভাপতি এ্যাড. আবু বকর ছিদ্দিক।

প্রধান অতিথি বক্তব্যে বলেন- রাজবাড়ী জেলার জনপদ নদী ভাঙ্গনের জন্য ঠিক ভাবে অর্থনৈতিক ভাবে ঘুরে দাঁড়াতে পারছে না। পদ্মা নদীর বালি তোলা হচ্ছে অপরিকল্পিতভাবে, যার কারনে এ জেলায় নদী ভাঙ্গন বৃদ্ধি পেয়েছে। জেলায় ইট ভাটার সংখ্যা বেশি, যা মাত্রা ছাড়িয়ে গেছে, এ জেলার আবহায়া দূষিত হচ্ছে ইট ভাটার ধোয়ায়। ইট ভাটা ও বালু মহলের কারনে এখারকার রাস্তা-ঘাটগুলো নির্মান মাত্রই ভেঙ্গে যায়, এতে জনসাধারনে ভোগান্তি পোহাতে হয়, আরেকদিকে ভাঙ্গা রাস্তা মেরামত করতে সরকারের কোটি কোটি টাকা গচ্ছা যাচ্ছে। এ ছাড়াও, বালু মহলের অনিয়ম ও দূর্নীতি হচ্ছে তার বিরুদ্ধেও তিনি বক্তব্য রাখেন।

সাংকাদিক সমির কান্তি বিশ্বাসের সঞ্চালনায়- বিশেষ অকিথির বক্তৃতা করেন- সবুজ আন্দোলনের কেন্দ্রী নেতা আইনজীবী এ্যাড. সুপ্রান হোসেন শুভ। স্থানীয়দের মধ্যে বক্তৃতা করেন- সাংবাদিক মোঃ আলমাস আলী, মোঃ কবির হোসেন প্রমূখ।

এ সময়, বিশিষ্ট সমাজসেবক আব্দুর রাজ্জাক রাজু, ব্যবসায়ী মোঃ দেলোয়ার হোসেনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

সভার সঞ্চালক ও সাংবাদিক সমির কান্তি বিশ্বাস তিনি তার বক্তব্যে বলেন- পরিবেশ দূষণ বিষয়টি বর্তমান বিশ্বে আলোচিত একটি বিষয়। আমাদের দেশে পরিবেশ দূষণ বিষয়টি প্রধান সমস্যা হিসেবে চিহ্নিত। পৃথিবীর সর্বত্রই এখন পরিবেশ রক্ষার আন্দোলন চলছে।

পরিবেশ দূষণের শিকার সচেতন জনগণের মতে- বৃক্ষ নিধন, প্রাণী বৈচিত্র্য রক্ষা না করা, রাসায়নিক সার ও কিটনাশক ব্যবহার করা, কল-কারখানার বর্জ্য, পলিথিন, ঔষধের প্লাষ্টিক কভার, ইঞ্জিন চালিত যান-বাহনের ও ইট ভাটার কালো ধোয়া, কীটপতঙ্গ ধ্বংস করা, ধুমপান, পানিতে মলমূত্র ও মৃত প্রাণীদেহ ফেলা এবং অসচেতনতা ও শিক্ষার অভাব সর্বোপরি আইন অমান্য করা ও দেশপ্রেমের অভাবই পরিবেশ দূষণের অন্যতম প্রধান কারণ হিসাবে কাজ করছে।

ফলশ্রুতিতে প্রাকৃতিক ভারসাম্য নষ্ট, নানা রোগ-ব্যাধির সৃষ্টি, জর্মির উর্বরতা কমে ফসল উৎপাদন হ্রাস, প্রাকৃতিক দূর্যোগ বৃদ্ধি, প্রাণিকুলের অকাল মৃত্যু, বাতাসে অক্সিজেন এর মাত্রা হ্রাস, ওজনস্তর ধ্বংস, দারিদ্রতা বৃদ্ধি, পৃথিবীতে মানবকুলের বসবাসের পাশাপাশি অন্যান্য জীবের স্বাভাবিক জীবন যাপন দারুনভাবে ব্যাহত হচ্ছে। আগামী প্রজন্ম একটি সুন্দর ও সুস্থ্য পরিবেশ থেকে বঞ্চিত হচ্ছে।

তিনি আরো বলেন- পরিবেশের ভারসাম্য রক্ষায় ও দূষণের যাবতীয় কর্মকান্ড রোধে এগিয়ে আসা এখন সময়ের দাবী। তাই আসুন জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে দেশের প্রতিটি জেলা/উপজেলায় আন্দোলন গড়ে তুলতে যার যার জায়গা থেকে এগিয়ে আসি ও আমরা সবাই মিলে সামাজিক সংগঠন সবুজ আন্দোলন এর প্লাট ফর্মে একত্রিত হই।

Comments

comments