গোয়ালন্দ প্রতিনিধি।। আসন্ন ২৯ শে মার্চ-২০২০ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা পরিষদের উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে বাংলাদেশ আওয়ামী লীগের (নৌকা) মনোয়ন পেলেন সদ্য যোগদানকারী ও গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগের সদ্য সহ-সভাপতি মোস্তফা মেটাল ইন্ডাষ্টিজ লিঃ এর ব্যাবস্থাপনা পরিচালক মোস্তফা মুন্সি।
গত ১৮ ফেব্রুয়ারি-২০২০ মঙ্গলবার রাজবাড়ী জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসারের সাক্ষরিত এক গণ বিজ্ঞপ্তি অনুযায়ী উপজেলা নির্বাচন বিধিমালা-২০১৩ এর বিধি ১৩ অনুযারী আগামী ২৭ ফেব্রুয়ারি মনোনয়ন পত্র দাখিলের শেষ তারিখ। ১ মার্চ বাচাইপর্ব, ৮ মার্চ মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ এবং ২৯ মার্চ নির্বাচনের তারিখ নির্ধারন করা হয়েছে।
উল্লেখ্য, গোয়ালন্দ উপজেলা চেয়ারম্যান এবিএম নুরুল ইসলাম এর হৃদরোগে আক্রান্ত হয়ে অকাল মৃত্য'র পর ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন আসাদুজ্জামান চৌধুরী।
প্রকাশক ও সম্পাদকঃ এস.এম. রিয়াজুল করিম
ফোনঃ০১৭৫১-৭৫৭৮৯২,০১৫৫৮-৫১৬৩৮২
কার্যালয়ঃ
পৌর নিউ মার্কেট, আই ভবন (২য় তলা, রুম নং-১২৫) ( জেলা স্কুলের সামনে), প্রধান সড়ক, রাজবাড়ী।