নিজস্ব প্রতিনিধি।। কর্তব্যরত অবস্থায় রাজবাড়ী সদর থানার উপ-পরিদর্শক (এসআই) আরিফুজ্জামান আরিফ (৩৮) হৃদযন্ত্রের ক্রীয়া বন্ধ হয়ে রোবিবার দিবাগত ২৪ ফেব্রুয়ারি-২০২০ সোমবার রাত্র ৩.টা ৪০ মিঃ সময় মৃত্যুবরণ করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বিষয়টি নিশ্চিত করেছেন- রাজবাড়ী সদর থানার তদন্ত ওসি মোঃ আমিনুল ইসলাম।
এসআই আরিফ- ফরিদপুর জেলার মধুখালী উপজেলার আশাপুর গ্রামের মৃত তারা মিয়ার ছেলে।
রাজবাড়ী সদর থানার ওসি-তদন্ত মো. আমিনুল ইসলাম জানান- রাজবাড়ী সদর থানা এলাকায় নিয়মিত টহল ডিউটি করা অবস্থায় ভোর ৩.৪০ মিনিটের দিকে হঠাৎ বুকে ব্যাথা অনুভব করেন এসআই আরিফ। এসময় সহকর্মীরা দ্রুত তাকে রাজবাড়ী আধুনিকৃত সদর হাসপাতালে নিয়ে যান। তার অবস্থার অবনতি দেখে সদর হাসপাতালের কর্তব্যরত চিকিতস্যক (সেকমো) আবুল কালাম আজাদ ফরিদপুর রেফার্ড করেন। ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে গোয়ালন্দমোড় পর্যন্ত গেলে তিনি মারা যান।’
একইদিন সকাল ১০.টায় রাজবাড়ী পুলিশ লাইন্স মাঠে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে পরিবার পরি-জনের নিকট লাশ হস্তান্তর করে গ্রামের বাড়ী ফরিদপুর জেলার মধুখালি উপজেলার আশাপুর গ্রামে পাঠানো হয়েছে।
মৃত এসআই আরিফ ২০১৮ সালের ১০ জুলাই রাজবাড়ী সদর থানায় যোগদান করেছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ছোট দুই’টি কন্যা সন্তান সহ আত্নীয় স্বজন রেখেগেছেন। তার এ অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে সদর থানা পুলিশ।
এসআই আরিফুজ্জামান আরিফের অকাল মৃত্যুতে রাজবাড়ী ডিজিটাল প্রেসক্লাবের পক্ষ থেকে এবং জনতার মেইল.কম পত্রিকার পক্ষ থেকে তাঁহার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক ও দুঃখ প্রকাশ করছি। আমরা তাঁহার বিদেহী আত্মার শান্তি কামনায় মহান সৃষ্টিকর্তার দরবারে দোয়া ও আর্শিবাদ কামনা করছি।
প্রকাশক ও সম্পাদকঃ এস.এম. রিয়াজুল করিম
ফোনঃ০১৭৫১-৭৫৭৮৯২,০১৫৫৮-৫১৬৩৮২
কার্যালয়ঃ
পৌর নিউ মার্কেট, আই ভবন (২য় তলা, রুম নং-১২৫) ( জেলা স্কুলের সামনে), প্রধান সড়ক, রাজবাড়ী।