আজ : বৃহস্পতিবার, ৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

মর্জৎকোল হাই স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত


প্রতিবেদক
জনতার মেইল.ডটকম

প্রকাশিত: ৬:২৫ অপরাহ্ণ ,২২ ফেব্রুয়ারি, ২০২০ | আপডেট: ১:০৭ পূর্বাহ্ণ ,২৩ ফেব্রুয়ারি, ২০২০
মর্জৎকোল হাই স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

সমির কান্তি বিশ্বাস।। রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের মর্জৎকোল হাই স্কুলের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

২২ ফেব্রুয়ারি-২০২০ শনিবার বিকালে বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের এমপি আলহাজ্ব কাজী কেরামত আলী।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ফিরোজ খানের সভাপতিত্বে- বিশেষ অতিথি উপস্থিত ছিলেন- সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড. ইমদাদুল হক বিশ্বাস, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ইকবাল হাসান, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য এসএম আক্কাস, যুগ্ম-সম্পাদক এ্যাড. রফিকুল ইসলাম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুজ্জামান খান, জেলা পরিষদ সদস্য আলাউদ্দিন শেখ, মিজানপুর পশ্চিমাঞ্চল আওয়ামী লীগের সভাপতি প্রদীপ কুমার কর প্রমূখ।
এ সময় ৪ জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয় এবং শিক্ষার্থীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

Comments

comments