আজ : বুধবার, ৪ঠা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

বালিয়াকান্দিতে জমি দখল নিয়ে সংঘর্ষ ১১ জন হাসপাতালে


প্রতিবেদক
জনতার মেইল.ডটকম

প্রকাশিত: ২:৫৬ অপরাহ্ণ ,২২ ফেব্রুয়ারি, ২০২০ | আপডেট: ১২:৫৯ পূর্বাহ্ণ ,২৩ ফেব্রুয়ারি, ২০২০
বালিয়াকান্দিতে জমি দখল নিয়ে সংঘর্ষ ১১ জন হাসপাতালে

রাজবাড়ী প্রতিনিধি।। রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নে বেরুলীয়া বাজারে জমি দখলকে কেন্দ্র করে ২২ ফেব্রুয়ারি-২০২০ শুক্রবার দুপুর ১.টার দিকে এক রক্তক্ষয়ি সংঘর্ষে প্রতিপক্ষের হমলায় মারাত্বক জখম হয়ে ১১ জন হাসপাতালে ভর্তি হয়েছে।

বেরুলী গ্রামের ইয়ার উদ্দিনের ছেলে হালিম মন্ডল বলেন- বেরুলী বাজার চৌরাস্তা মোড়ে আমার বসতবাড়ীসহ সড়কের পাশ দিয়ে ১০টি দোকান ঘর উত্তোলন করে ভাড়া দিয়ে আসছি। জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে শুক্রবার দুপুর ১.টার দিকে প্রতিপক্ষ লুৎফর শেখ, কপিলদ্দিন শেখ, খোকন মন্ডলে নেতৃত্বে শতাধিক লাঠিয়াল বাহিনী দেশীয় ধারালো অস্ত্র রড, হকিস্টিক লাঠিসোটা নিয়ে প্রতিপক্ষ হালিম মন্ডলের বাড়ীতে হামলা করে। এ সময় হামলাকারীদের আক্রমনে হালিম মন্ডল (৫৫), করিম মন্ডল (৫০), টগর মন্ডল (৩০), সাগর মন্ডল (২৫), বিবি জান বেগম (৬৫), রাশিদা বেগম (৭০), হেলেনা বেগম (৪০), সেলিনা খাতুন (৩৫), জুনি আক্তার (৬০), শিল্পি আক্তার (৩০), মিম আক্তার (১৬) এসএসসি পরীক্ষার্থী প্রতিপক্ষের হামলায় মারাত্বক জখম হয়। আহতদের স্থানীয় লোকজন উদ্ধার করে বালিয়াকান্দি হাসপাতালে ভর্তি করে। যে সকল রোগীর অবস্থা আশংকাজনক ডাক্তার তাদেরকে রাজবাড়ী ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করে। রক্তক্ষয়ি সংঘর্ষের পর খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এ ব্যাপারে আহত আব্দুল হালিমের মেঝো ভাই টগর মন্ডল বাদী হয়ে বালিয়াকান্দি থানায় একটি অভিযোগপত্র দাখিল করেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত এঘটনার সংঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগে পুলিশ কাউকে গ্রেফতার করেছে কিনা জানা যায়নি।

Comments

comments