স্টাফ রিপোর্টার।। শহীদ দিবস ও আন্তর্জাতিক মার্তৃভাষা দিবস উপলক্ষে মহান ভাষা আন্দোলনের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন রাজবাড়ী ডিজিটাল প্রেসক্লাব।
যথাযথ মর্যাদা ও পূর্ণ ভাবগাম্ভীর্য পরিবেশে ভাষাশহীদদের স্মরণে ২১শে ফেব্রুয়ারি-২০২০ শুক্রবার সকাল ৯.টা সময় রাজবাড়ীর কেন্দ্রীয় শহীদ মিনারে পরম শ্রদ্ধায় পুষ্পস্তবক অর্পণ করেন রাজবাড়ী ডিজিটাল প্রেসক্লাব পরিবার।
অমর একুশের কালজয়ী গান ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি…’ বাজানোর মধ্যোদিয়ে এ সময় আরো অনেক শিক্ষপ্রতিষ্ঠান, রাজনৈতিক ও সামাজিক সংগঠন সারিবদ্ধভাবে পর্যায়ক্রমে পুষ্পস্তবক অর্পণ করতে দেখা যায়।
শহীদ মিনারে পরম শ্রদ্ধায় পুষ্পস্তবক অর্পণের সময়- রাজবাড়ী ডিজিটাল প্রেসক্লাবের সাংবাদিক এস.এম রিয়াজুল করিম, কবির হোসেন, সমির কান্তি বিশ্বাস, আলমাস আলী, আব্দুর রাজ্জাক রাজু, উজ্জল চক্রবর্ত্তী ও রিয়াজুল করিমের কন্যা ফারজানা ইয়াসমিন কবিতা সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
এর আগে, সকাল ৮.টায় রাজবাড়ী ডিজিটাল প্রেসক্লাবে জাতীয় পতাকা উত্তোলন করেন সাংবাদিক সমির কান্তি বিশ্বাস ও উজ্জ্বল চক্রবর্তী।
প্রকাশক ও সম্পাদকঃ এস.এম. রিয়াজুল করিম
ফোনঃ০১৭৫১-৭৫৭৮৯২,০১৫৫৮-৫১৬৩৮২
কার্যালয়ঃ
পৌর নিউ মার্কেট, আই ভবন (২য় তলা, রুম নং-১২৫) ( জেলা স্কুলের সামনে), প্রধান সড়ক, রাজবাড়ী।