আজ : বুধবার, ১১ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৭শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

রাজবাড়ীতে একুশের বই মেলার শুভ উদ্বোধন


প্রতিবেদক
জনতার মেইল.ডটকম

প্রকাশিত: ৫:৩০ অপরাহ্ণ ,১৯ ফেব্রুয়ারি, ২০২০ | আপডেট: ৯:৩৫ অপরাহ্ণ ,২০ ফেব্রুয়ারি, ২০২০
রাজবাড়ীতে একুশের বই মেলার শুভ উদ্বোধন

সমীর কান্তি বিশ্বাস।। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রাজবাড়ীতে একুশে বইমেলার শুভ উদ্বোধন করা হয়েছে।

রাজবাড়ী জেলা প্রশাসনের আয়োজনে ১৯ শে ফেব্রুয়ারি-২০২০ বুধবার বিকেল সারে ৪.টায় রাজবাড়ী বীর মুক্তিযোদ্ধা শহীদ খুশি রেলওয়ে মাঠে বেলুন ও ফেস্টুন উড়িয়ে এ মেলার শুভ উদ্বোধন ঘোষণা করেন জেলা প্রশাসক দিলসাদ বেগম।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- রাজবাড়ী সরকারী আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ দীলিপ কুমার কর, জেলা পুলিশ সুপার মিজানুর রহমান পিপিএম (বার), মহিলা আসনের সাবেক সংসদ সদস্য কামরুন্নাহার চৌধুরী লাভলী, উপজেলার চেয়ারম্যান ইমদাদুল হক বিশ্বাস, জেলা আওয়ামীলীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মোঃ আবুল হোসেন।এছাড়াও উপস্থিতি ছিলেন সরকারী ও বেসরকারী কর্মকর্তা কর্মচারীবৃন্দ।

শুভ উদ্বোধন শেষে জেলা শিল্প কলার আয়োজনে কেক কাটেন জেলা প্রশাসক। বিভিন্ন সংস্থার পক্ষ থেকে ৪২টি ষ্টলের আয়োজন করা হয়।

Comments

comments