নিজস্ব প্রতিনিধি।। আশ্রয়ন কেন্দ্রের গ্রাস থেকে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ইউনিয়নে খেলার মাঠ রক্ষার দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছে অত্র এলাকার শিশু-কিশোর ও শিক্ষার্থীরা।
’মাদকমুক্ত সমাজ চাই, খেলার মাঠের বিকল্প নেই’ এই স্লোগানের মধ্যোদিয়ে- ১৪ ই ফেব্রুয়ারি-২০২০ সকাল ১০.টার দিকে ঢাকা-ফরিদপুর মহাসড়কে গোয়ালন্দর পদ্মার মোড় এলাকায় শত শত তরুনের উপস্থিতিতে শান্তিপূর্ণভাবে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কর্মসূচিতে অংশ নেওয়া মেহেদী হাসান সাফওয়ান, মোঃ রাজীব, সানজিদ রহমান, শিহাব হোসেন ও হৃদয় শেখ সহ উপস্থিত অন্যানরা জানায়- পড়ালেখার পাশাপাশি তারা এ মাঠে দির্ঘদিন ধরে খেলা-ধুলা করে আসছে। এই মাঠে বিকেলবেলায় দৌলতদিয়া ইউনিয়নের একাংশের স্কুল-কলেজের ছাএ-ছাএী, ও কয়েক গ্রামের তরুনরা ক্রিকেট, ফুটবল ও ব্যাটমিন্টন খেলে আনন্দ বিনোদন উপভোগ করে। এছাড়াও স্কুল-কলেজের বার্ষিক ক্রিয়া প্রতিযোতা ও ওয়াজ মাহফিল সহ বিভিন্ন সামাজিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়ে থাকে। শুনেছি আমাদের খেলার মাঠে না-কি নতুন আশ্রয়ন কেন্দ্র হবে! এখানে আশ্রয়ন কেন্দ্র স্থাপন করা হলে দেবগ্রামের শিশু-কিশোরদের খেলা-ধুলা করার মতো আর কোন মাঠ থাকবেনা। ফলে এই এলাকার একমাত্র খেলার মাঠটি ধ্বংস হয়ে যাবে।শিশুরা খেলাধুলায় পিছিয়ে পড়বে। তারা আরো বলেন, আমরা আশ্রয়ন কেন্দ্র চাই তবে খেলার মাঠ ধ্বংস করে নয়। আমাদের দাবি খেলার মাঠ রক্ষা করা হোক।
এই খেলার মাঠ রক্ষার দাবিতে তারা- মাননীয় প্রধানমন্ত্রী, শিক্ষামন্ত্রী, রাজবাড়ী-১ আসনের এমপি আলহাজ্ব কাজী কেরামত আলীর প্রতি দৃষ্টি আকর্ষণ করেছেন। শুধু তাই নয়, বিষয়টি তারা গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা চেয়ারম্যান, দৌলতদিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সহ সমাজের সচেতন মহলের প্রতি দৃষ্টি আকর্ষণ করেছেন।
এ বিষয়ে, গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার রুবায়াত হাসান শিপলু জানান- সরকারী খাসভুক্ত ওই নিচু জমিতে ২০১৩-১৪ অর্থ বছরে আশ্রয়ন প্রকল্প নির্মানের জন্য ১৬২ টন টিআর বরাদ্দ দিয়ে নিচু জমিটি ভরাট করা হয়। বিভিন্ন জটিলতায় আশ্রয়ন প্রকল্পের কাজ বিলম্বিত হওয়ায় স্থানিয়রা খেলাধুলার জন্য মাঠটি ব্যাবহারের সুযোগ পেয়েছে। কিন্ত মাননীয় প্রধানমন্ত্রীর অগ্রাধিকার ভিত্তির আওতায় বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে ওই স্থানে আশ্রয়ন প্রকল্পের ঘড় তৈরীর কাজ দ্রুতই শুরু হবে। সেনা সদস্যরা সরেজমিন পরিদর্শন করে গেছেন। তবে শিশু-কিশোরদের দাবির প্রতি একমত পোষণ করে তিনি বলেন- আগামী এক মাসের মধ্যেই ওই এলাকায় একটি খেলার মাঠ নির্মার করা হবে, এ বিষয়ে ব্যবস্থা গ্রহনের জন্য তিনি স্থানীয় চেয়ারম্যান সহ সংশ্লিষ্টদের প্রতি নির্দেশনা দিয়েছেন।
প্রকাশক ও সম্পাদকঃ এস.এম. রিয়াজুল করিম
ফোনঃ০১৭৫১-৭৫৭৮৯২,০১৫৫৮-৫১৬৩৮২
কার্যালয়ঃ
পৌর নিউ মার্কেট, আই ভবন (২য় তলা, রুম নং-১২৫) ( জেলা স্কুলের সামনে), প্রধান সড়ক, রাজবাড়ী।