কালুখালীতে জাতীয় শিশু দিবস ও স্বাধীনতা দিবসের প্রস্ততি সভা অনুষ্ঠিত
প্রকাশিত: ৫:০৫ অপরাহ্ণ ,৬ মার্চ, ২০১৮ | আপডেট: ৫:০৫ অপরাহ্ণ ,৬ মার্চ, ২০১৮
রাজবাড়ীর কালুখালীতে গতকাল ৬ মার্চ জাতীয় শিশু দিবস ও স্বাধীনতা দিবসের প্রস্ততিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।দুপুর সাড়ে ১২ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ তোফায়েল আহম্মেদ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান কাজী সাইফুল ইসলাম। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার(ভূমি) সানজিদা শাহনাজ,কালুখালী থানা অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম,পাংশা হাইওয়ে থানা ওসি মাহফুজার রহমান মৎস কর্মকর্তা আঃ সালাম,প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ কাজী আলমগীর হোসন,সমাজসেবা কর্মকর্তা মোঃ জিল্লুল রহমান,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোকসেদুল আলম,রতনদিয়া ইউপি চেয়ারম্যান মেহেদী হাচিনা পারভীন নিলুফা,মহিলা বিষয়ক কর্মকর্তা তুহিনা সুলতানা, উপজেলা মাধ্যমিক সহকারী শিক্ষা অফিসার জয়ন্ত কুমার দাস,রিসোর্স অফিসার মাইনুল ইসলাম হাওলাদার,সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আকামত আলী মন্ডল,ডিপুটি কমান্ডার আঃ খালেক মাষ্টার,কালুখালী উপজেলা প্রেসক্লাবের সভাপতি জুলফিকর আলী,উপজেলা উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক সামছুল আলম প্রমুখ।
এসময় সভাপতি নির্বাহী অফিসার মোহাম্মদ তোফয়েল আহম্মেদ বিগত দিনের রেজিলেশন পড়ে উপস্থিত ব্যক্তিদেরকে অবহিত করেন এবং দিবসের বিভিন্ন কার্যক্রম সম্পক্ষে আলোকপাত করেন।