আতিয়ার রহমান।। জমিজমা সংক্রান্ত দীর্ঘদিনের জের ধরে ও দোকান ঘর তোলাকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে প্রতিপক্ষের হামলায় শুকুর আলী মোল্লা (৭০) নামের এক ব্যাক্তি নিহত হয়েছে। এ ঘটনায় মোছাঃ রিনা আক্তার (৩৫) নামের একজনকে আটক করেছে গোয়ালন্দ থানা পুলিশ।
১৫ ফেব্রুয়ারি-২০২০ শনিবার রাজবাড়ী জেলার গোয়ালন্দের উজানচর ইউনিয়নের পশ্চিম নবু ওছিমদ্দিন পাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিতত ব্যাক্তি- ওই গ্রামেরই গহের আলীর ছেলে, সে পেশায় কাঠমিস্ত্রি এবং আটক ব্যাক্তি একই গ্রামেরই খলিল মোল্লার স্ত্রী।
নিহত শুকুর আলী মোল্লার বড় ছেলে মোঃ জলিল মোল্লা (৪০) এ প্রতিবেদককে জানান- তাদের বাড়ির সামনে রাস্তার পাশে দোকান ঘর তোলা কেন্দ্র করে প্রতিপক্ষ দেলোয়ার মোল্লা (২৫), খলিল মোল্লা (৪০) দুলি বেগম (৪০) ও রিনা আক্তার (৩৫) সহ কতিপয় ব্যাক্তিরা লাঠি ও বাশ দিয়ে আমার বাবা শুকুর আলী মোল্লার উপর হামলা করে তাকে বেধরক মারপিট করে গুরুতর জখম করে। পরবর্তীতে তার পরিবারের লোকজন তাকে গোয়ালন্দ থানা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক মৌসুমি তাকে প্রাথমিক চিকিৎসা দেন। পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থান্তর করা হয়। পরদিন সকাল আনুমানিক সারে ৮.টা সময় শুকুর আলী (৭০) মারাজান।
তিনি আরো জানান- ময়না তদন্ত শেষে দ্রত মরদেহটি আগে দাফনের ব্যবস্থা করবেন তারপর হত্যা মামলা করবেন।
মৃত্যুর খবর জানতে পেরে গোয়ালন্দ থানা পুলিশের এসআই হাবিবসহ সংগীয় ফোর্স ঘটনা স্থলে আসেন। এবং অভিযোগের ভিত্তিতে মোছাঃ রিনা আক্তার (৩৫) কে আটক করে পুলিশ গোয়ালন্দ ঘাট থানায় নিয়ে যান।
এই ঘটনায়, এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং হত্যাকারী ব্যাক্তিরা পলাতক রয়েছে বলে জানাজায়।
প্রকাশক ও সম্পাদকঃ এস.এম. রিয়াজুল করিম
ফোনঃ০১৭৫১-৭৫৭৮৯২,০১৫৫৮-৫১৬৩৮২
কার্যালয়ঃ
পৌর নিউ মার্কেট, আই ভবন (২য় তলা, রুম নং-১২৫) ( জেলা স্কুলের সামনে), প্রধান সড়ক, রাজবাড়ী।