আজ : বুধবার, ৪ঠা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

রাজনীতি করা ভাল, কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে নয়- এমপি.কাজী কেরামত আলী


প্রতিবেদক
জনতার মেইল.ডটকম

প্রকাশিত: ৫:১০ অপরাহ্ণ ,১৫ ফেব্রুয়ারি, ২০২০ | আপডেট: ১২:১৭ পূর্বাহ্ণ ,১৬ ফেব্রুয়ারি, ২০২০
রাজনীতি করা ভাল, কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে নয়- এমপি.কাজী কেরামত আলী

আলমাস আলী।। রাজনীতি করা ভাল, কিন্তু শিক্ষা নিয়ে নয়। শিক্ষা প্রতিষ্ঠান হচ্ছে পড়াশুনা করার স্থান, যেখান থেকে তৈরি হয় জাতি গড়ার কারিগর। তাই শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে আপনারা রাজনীতি করবেন না। আজকের শিক্ষার্থীরাই আগামীদিনের ভবিষৎ।

১৫ ফেব্রুয়ারী-২০২০ শনিবার  বিকালে রাজবাড়ী সদর উপজেলার মাটিপাড়া কাজী ছমির উদ্দিন উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের এমপি আলহাজ্ব কাজী কেরামত আলী এ কথা বলেছেন।

অনুষ্ঠান স্থলে পৌছানোর পর অত্র বিদ্যালয়ের পক্ষ থেকে প্রধান অতিথিকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

অনুষ্ঠানে অত্র বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের কেউ উপস্থিত না থাকায়- তিনি বলেন, আজকের অনুষ্ঠানে বিদ্যালয় পরিচালনা পর্ষদের কেউ নাই। কিন্তু কি কারণে কেন নাই। যদি তাদের সমস্যা থাকে তাহলে ওই কমিটির ভেঙ্গে নতুন করে আহবায়ক কমিটি করা হবে।

কাজী কেরামত আলী বলেন- সবাই মিলে মিশে কাজ করলে সকল ক্ষেত্রে উন্নয়ন ও দেশকে এগিয়ে নেওয়া সম্ভব। এ জন্য প্রয়োজন মানসিকতা। একটি প্রতিষ্ঠানের সর্বময় ক্ষমতার অধিকারী বিদ্যালয়ের প্রধান শিক্ষক। যদি তিনি সঠিক ভাবে দ্বায়িত্ব পালন করেন তাহলে পড়াশুনার মান অবশ্যই ভাল হবে। এছাড়া শিক্ষা প্রতিষ্ঠানে কারিগরি শিক্ষা চালু করতে সর্বাত্মক ভাবে চেষ্টা করার কথাও বলেন তিনি।

এ অনুষ্ঠানে, রামকান্তপুর ইউপি চেয়ারম্যান মোঃ আবুল হাসেম বিশ্বাসের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড. ইমদাদুল হক বিশ্বাস, ভাইস চেয়ারম্যান রাকিবুল হাসান পিয়াল, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ইকবাল হাসান, জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এসএম নওয়াব আলী, জেলা জাতীয় পার্টির সভাপতি এ্যাড. খন্দকার হাবিবুর রহমান বাচ্চু, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক আবুল হোসেন শিকদার প্রমুখ।

পরে,  প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ ও মেধা বৃত্তি প্রদান করা হয়।

Comments

comments